পদবি গেরো, মনোনয়ন জমা না দিয়ে ফিরতে হল মানিকচকের তৃণমূল প্রার্থীকে
মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। কিন্তু প্রয়াত স্বামীর পদবী ভুল লেখায় এবং বেশ কিছু প্রয়োজনীয় নথি না থাকায় মনোনয়ন জমা না দিয়েই বাড়ি ফিরতে হল তৃণমূল প্রার্থী (TMC Candidate) সাবিত্রী মিত্র-কে। ঘটনায় হতাশ তৃণমূল কর্মী ও সমর্থকেরা।
মালদহ: মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। কিন্তু প্রয়াত স্বামীর পদবী ভুল লেখায় এবং বেশ কিছু প্রয়োজনীয় নথি না থাকায় মনোনয়ন জমা না দিয়েই বাড়ি ফিরতে হল তৃণমূল প্রার্থী (TMC Candidate) সাবিত্রী মিত্র (Sabitri Mitra)-কে। ঘটনায় হতাশ তৃণমূল কর্মী ও সমর্থকেরা।
এর আগে পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে একটা ছোট্ট ভুলে। তথ্য ভুল দেওয়ায় তাঁর প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এবার প্রয়াত স্বামীর পদবি ভুল লেখায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পেরে মনোনয়ন জমা দিতে পারলেন না মালদহের মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কয়েক ঘন্টা ঠায় বসে থাকলেন গাড়িতে। অবশেষে মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় মনমরা হয়ে বাড়ি ফিরতে হল তাঁকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বামীর নাম স্বপন মিত্রের বদলে মৈত্র লিখেছিলেন সাবিত্রী দেবী।
মালদহের ১২ টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামী ২৬ এবং ২৯ এপ্রিল। বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। তাই এদিন সকাল থেকেই তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে মালদায় তৃণমূলের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মালদা প্রশাসনিক ভবনে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল করে সাবিত্রী মিত্রকে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হন। কিন্তু পরে দেখা যায় জমা দেওয়ার জন্য তাঁর প্রয়োজনীয় নথিতে বিস্তর গরমিল আছে। আবার অনেক নথিও ছিল না প্রার্থীর কাছে।
আরও পড়ুন: ‘মুকুল ঘরে ঢুকে গিয়েছেন’, জনপ্লাবন দেখে আত্মবিশ্বাসী কৌশানী
তড়িঘড়ি করে কাগজপত্র আনার চেষ্টা করেন তৃণমূল প্রার্থী। কিন্তু ঘড়ির কাঁটা বেলা তিনটে পেরিয়ে যাওয়ায় মনোনয়ন জমা দিতে পারলেন না সাবিত্রী দেবী। দীর্ঘসময় গাড়িতে বসে অপেক্ষায় থেকে যান সাবিত্রী মিত্র। এর পর বাধ্য হয়ে ফিরে যেতে হয় তাঁকে। ঘটনায় হতাশ তৃণমূল কর্মী সমর্থকরা। অস্বস্তিতে দল।