টাকা ছিনতাই করতে শুট আউট, উত্তেজনা মালদার চাঁচলে
স্থানীয়রা জানিয়েছেন, গুলির আওয়াজ শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা।ততক্ষণে টাকার ব্যাগ নিয়েই বাইকে করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
মালদা : সন্ধ্যার রাস্তায় এক ব্যাংক কর্মীকে গুলি(Shoot Out) করে টাকা ছিনতাই করল তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁচলের মুলাই বাড়ি থেকে ভক্তিপুর যাওয়ার পথে দুষ্কৃতীদের কবলে পড়েন আহত শ্রীকৃষ্ণ চৌধুরী নামের ওই কর্মী।
পুলিস সূত্রের খবর, আহত শ্রীকৃষ্ণবাবু পেশায় এক বেসরকারি ব্যাংকের অর্থ সংগ্রাহক কর্মী। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি টাকা সংগ্রহ করে ফিরছিলেন তিনি।সেইসময়ে তাঁর পথ অবরোধ করে তিন দুষ্কৃতী। তারা শ্রীকৃষ্ণবাবুর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি(Shoot Out) চালায় এক দুষ্কৃতী। গুলি লাগে শ্রীকৃষ্ণবাবুর কোমরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, গুলির আওয়াজ শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা।ততক্ষণে টাকার ব্যাগ নিয়েই বাইকে করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ শ্রীকৃষ্ণবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আরও পড়ুন : ‘লাল চুল কানে দুল, যুবা তৃণমূল’, ফিরহাদের জামাইকে বেনজির আক্রমণ শুভেন্দুর
পুলিস জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে। আহত ব্যক্তি চাঁচলের সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।