দুয়ারে সরকারের পর এবার মমতার ‘পাড়ায় পাড়ায় সমাধান’

পাড়ায় পাড়ায় সমাধানে আলাদা টাস্ক ফোর্স তৈরি করবে রাজ্য।

দুয়ারে সরকারের পর এবার মমতার 'পাড়ায় পাড়ায় সমাধান'
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2020 | 2:35 PM

বীরভূম: বোলপুরের গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে আরও একটি নতুন কর্মসূচির ঘোষণা করলেন মমতা। নাম ‘পাড়ায় পাড়ায় সমাধান’। দুয়ারে সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কর্মসূচি পালন করবে সরকার।

প্রশাসনিক বৈঠকে মমতা…

* বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। লোগোও তৈরি হয়ে গিয়েছে। 

* স্বপন দত্ত উপাচার্য নিযুক্ত হলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের।

* সাঁইথিয়া সিউড়িতে মোরব্বা ভাল পাওয়া যায়। ওখান মোরব্বা হাব করা যায়। বিশ্ববাংলার স্টলেও দেওয়া যাবে । মিষ্টি হাবের মতো , মোরব্বা হাব: মুখ্যমন্ত্রী

* শান্তিনিকেতনে রাস্তা সারাতে উদ্যোগ

* বিশ্ব ভারতীর কোথায় কোথায় পাঁচিল দেওয়া হয়েছে তা সার্ভে করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

* বিশ্বভারতীর দুই ক্যাম্পাসের মাঝখানে কালিসায়র থেকে উপাসনা মন্দির পর্যন্ত রাস্তা পিডব্লুডি-র থেকে নিয়েছিল বিশ্বভারতী । আজ সেই রাস্তা ফিরিয়ে নিয়ে আবার পূর্ত দফতরের হাতেই দিলেন মুখ্যমন্ত্রী।

* করোনা নিয়ে আরও সতর্ক থাকতে হবে।

* “৪৪ লক্ষ পরিবার স্বাস্থ্যসাথী কার্ড এ নথিভুক্ত করা হয়েছে পাবে । ১০ লক্ষ লোককে কার্ড দেওয়া হয়েছে । গতকাল ৯০ হাজার কার্ড দিয়েছি ফিল্ডে । ” দফতরের সচিব জানালেন মুখ্যমন্ত্রীকে।

* স্বাস্থ্যসাথী  কার্ড পৌঁছে দিতে সক্রিয় হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর * জাতি শংসাপত্রের দৈনিক পরিসংখ্যান চাই। বীরভূমের প্রশাসনিক সভায় নির্দেশ মুখ্যমন্ত্রীর।

*পাথর কাটার কাজে খালি জমিতে সার্ভে করে আমরা দেখব। তাহলে ১ লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে। কাজটা করতে ৪-৫ বছর লাগবে। ইনিশিয়ালি কাজ শুরু হোক । ১০০ বছরের জন্য বিদ্যুতের অভাব হবে না। সেই ব্যবস্থা করে যাব।

*দুয়ারে সরকারের পর পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি ঘোষণা মমতার। ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কর্মসূচি।

* পাড়ায় পাড়ায় সমাধানে আলাদা টাস্ক ফোর্স তৈরি করবে রাজ্য।

*ছোটখাটো সব কাজ হবে এই প্রকল্পের অন্তর্গত। নতুন বছরে নতুন অভিযান।

* স্বাস্থ্যসাথী  কার্ড পৌঁছে দিতে সক্রিয় হতে হবে।

*দ্বিতীয়বার কোভিড হানা হওয়ার কথা বলছেন অনেকে। প্রশাসন সতর্ক থাকুন।

*পরিবারের যে কোনও সদস্যের জাতি শংসাপত্র থাকলেই বাকিরাও পাবেন।

* কেন জাতি শংসাপত্র পেতে দেরি হচ্ছে? অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিবকে ধমক মমতার। ডিএমকে ভর্ৎসনা।

*’পাড়ায় পাড়ায় সমাধানে’ কাস্ট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

*এগিয়ে বাংলা, এগিয়ে গিয়ে একটু দয়া করে কাজ টা করতে হবে। আমি নিয়মিত রিপোর্ট চাই।

*দুয়ারে সরকারে কাউকে ফেরানো যাবে না।

*

সবিস্তারে আসছে…