West Bengal: বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন! সরকারের রণনীতি ঠিক করতে আগাম বৈঠকের ডাক মমতার
West Bengal: তবে অধিবেশনের আগেই ছাব্বিশের ভোট ও চলতি অধিবেশনে নিজেদের রণনীতি সাজিয়ে নিতে চলেছে তৃণমূল। অধিবেশনে বসার আগে দলের বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিধানসভায় আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বুধবার পেশ করা হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। ছাব্বিশে বঙ্গে বিধানসভা নির্বাচন। সুতরাং, ভোটের আগে শেষবারের মতো এই পূর্ণাঙ্গ বাজেট যে রাজনৈতিক ভাবে অত্যাধিকভাবে গুরুত্বপূর্ণ সেই নিয়েও নেই কোনও মতবিরোধ।
রাজ্যবাসীর জন্য কী কী বরাদ্দ হচ্ছে, তার উপরেই নির্ভর করছে বিধানসভা ভোটের অভিমুখ। উল্লেখ্য, রাজ্য-রাজ্যপাল সংঘাত যখন তুঙ্গে, সেই মুহূর্তে এদিন বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়েই শুরু হবে অধিবেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও।
তবে অধিবেশনের আগেই ছাব্বিশের ভোট ও চলতি বাজেট অধিবেশনে নিজেদের রণনীতি সাজিয়ে নিতে চলেছে সরকার পক্ষ। অধিবেশনে বসার আগে দলের বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় পৌঁছে যাবেন তিনি।
বৈঠকে নজর থাকবে কোন দিকে?
তৃণমূলের পাখির চোখ এখন ছাব্বিশের নির্বাচন। তার আগেই বিধায়কদের সঙ্গে এই বৈঠক যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সেই নিয়ে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর, রদবদল, ছাব্বিশের রণনীতি, শৃঙ্খলারক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে বিধায়কদের সঙ্গে আলোচনায় বসবেন মমতা। জানা গিয়েছে, নজর থাকবে সম্প্রতি বিতর্কে জড়ানো মদন, হুমায়ুন ও নারায়ণ গোস্বামীর উপরেও।
অবশ্য, বাজেট অধিবেশনের আগে নিজেদের রণকৌশল সাজিয়ে নিতে মরিয়া বঙ্গ বিজেপিও। হাতে মাত্র আর একটা বছর। ছাব্বিশের নির্বাচনকে ‘হাতের মুঠোয়’ নিতে হলে তাদেরকে এখন থেকেই কোমড় বেঁধে ময়দানে নামতে হবে, বলেই মত ওয়াকিবহাল মহলের।
সেই কারণেই এদিন তৃণমূলের মতোই পাল্টা বৈঠকে বসার সিদ্ধান্ত জানিয়েছে পদ্ম শিবির। নিজের পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে অধিবেশনের আগে বৈঠকে বসতে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।





