Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Blast in Murshidabad: ফের আক্রান্ত শৈশব! স্কুলের পাশে বোমা ফেটে রক্তে মাখামাখি ২ শিশু

Murshidabad Blast: ঘটনাটি ঘটেছে ডোমকল থানা এলাকার কুশবেড়িয়ায়। সেখানে একটি বেসরকারি স্কুলের পাশে বোমা লুকিয়ে রাখা ছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খেলার ছলে 'বল' ভেবে ওই বোমা হাতে তুলে নিয়েছিল এক শিশু। তাতেই এই মর্মান্তিক পরিণতি। বোমা ফেটে রক্তারক্তি কাণ্ড। গুরুতর আহত দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে।

Bomb Blast in Murshidabad: ফের আক্রান্ত শৈশব! স্কুলের পাশে বোমা ফেটে রক্তে মাখামাখি ২ শিশু
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 6:01 PM

ডোমকল: বাংলার বুকে ফের বোমায় আক্রান্ত শৈশব। বোমার আঘাতে জখম দুই শিশু। ঘটনাস্থল এবারও সেই মুর্শিদাবাদ। ফরাক্কায় বোমা ফেটে শিশুদের জখম হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। এরমধ্যেই বুধবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলে বোমা ফেটে গুরুতর আহত হয় দুই শিশু। ঘটনাটি ঘটেছে ডোমকল থানা এলাকার কুশবেড়িয়ায়। সেখানে একটি বেসরকারি স্কুলের পাশে বোমা লুকিয়ে রাখা ছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খেলার ছলে ‘বল’ ভেবে ওই বোমা হাতে তুলে নিয়েছিল এক শিশু। তাতেই এই মর্মান্তিক পরিণতি। বোমা ফেটে রক্তারক্তি কাণ্ড। গুরুতর আহত দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে দুই শিশু।

উল্লেখ্য, নভেম্বরের শেষের দিকে ফারক্কার ইমামনগরেও বোমা ফেটে তিন শিশু গুরুতর জখম হয়েছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে ওই অঘটন ঘটেছিল। সেখানেও বল ভেবে খেলতে গিয়ে বোমা হাতে তুলে নিয়েছিল এক শিশু। তাতেই ভয়ঙ্কর পরিণতি। বল ভেবে হাতে তুলতেই বিকট শব্দে ফেটে যায় বোমা। বিস্ফোরণের অভিঘাতে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে এক শিশু। গুরুতর জখম হয় আরও দুই শিশু। নভেম্বের সেই ঘটনার ছাপ এখনও মুর্শিদাবাদবাসীর মন থেকে আবছা হয়ে যায়নি। এসবের মধ্যেই ফের বোমা ফেটে আক্রান্ত শৈশব। এবার একেবারে স্কুলের পাশেই লুকিয়ে রাখা ছিল বোমা। তাতেই আহত হয় দুই শিশু।

রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে সাম্প্রতিক অতীতে বার বার অভিযোগ তুলেছে বিরোধীরা। রাজ্যের পুলিশ প্রশাসনও বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। কিন্তু তারপরও মুর্শিদাবাদের বার বার এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে।