Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani Group: আদানির বিদ্যুৎ প্রকল্পেও জট! জোর করে আম-লিচু বাগান দখলের অভিযোগ ফের মাথাচাড়া দিল

Murshidabad: সূত্রের খবর, ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। ঝাড়খন্ড থেকে ফরাক্কায় প্রবেশ করে বল্লালপুর পর্যন্ত তাদের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছিল।

Adani Group: আদানির বিদ্যুৎ প্রকল্পেও জট! জোর করে আম-লিচু বাগান দখলের অভিযোগ ফের মাথাচাড়া দিল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 2:47 PM

মুর্শিদাবাদ: হিন্ডেনবার্গের রিপোর্টে ‘ডুবেছে’ আদানি গোষ্ঠী। তারপর থেকেই টালমাটাল অবস্থা। এ রাজ্যেও পড়ছে তার প্রভাব। আদানির বিদ্যুৎ প্রকল্পে জোর ধাক্কা। ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে বাংলদেশে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। আর তার জন্য জমি দখলের অভিযোগ সংস্থার বিরুদ্ধে। ফরাক্কার বল্লালপুর থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রযন্ত জোর করে জমি দখলের অভিযোগ আদানি গোষ্ঠীর উপরে।

সূত্রের খবর, ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। ঝাড়খন্ড থেকে ফরাক্কায় প্রবেশ করে বল্লালপুর পর্যন্ত তাদের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছিল। বাকি বল্লালপুর থেকে বাংলাদেশ প্রবেশ পর্যন্ত ১৩টি গ্রাম ৬টি মৌজা এলাকায় রয়েছে আম-লিচুর বাগান। অভিযোগ, সেই জমির মালিকদের পর্যাপ্ত টাকা না দিয়ে পুলিশ প্রশাসন দ্বারা অত্যাচার করে ভয় দেখিয়ে হাইটেনশন তারের টাওয়ার বসিয়ে দেওয়া হয়েছে। এমনকী, কেটে ফেলা হয়েছে আম-লিচুর গাছ।

এলাকাবাসীদের দাবি, একমাস আগেই জোরপূর্বক প্রচুর পুলিশ মোতায়েন করে এই তার টাঙানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের টাকা-পয়সা না দিয়েই তার টাঙিয়ে দিয়েছে। কোনও খোঁজ নেয়নি। আদানির কোম্পানি অত্যাচার করছে।”