Bhagabangola By-Election: ভগবানগোলায় উপনির্বাচনেও জয়ী তৃণমূলই

Bhagabangola: ২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে জয়ী হন ইদ্রিশ আলি। ৬৮.০৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। সেই থেকে এই আসন বিধায়কহীন। কখনও বাম, কখনও কংগ্রেস দখলে রেখেছিল এই কেন্দ্রটি। ২০২১ সালে সেখানে ঘাসফুল ফোটে।

Bhagabangola By-Election: ভগবানগোলায় উপনির্বাচনেও জয়ী তৃণমূলই
তৃণমূল কংগ্রেস।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 7:23 PM

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের গণনার ট্রেন্ডে যখন তৃণমূলের জয়জয়কার, তখন ভগবানগোলা জিতে নিল তৃণমূল। লোকসভা ভোটের পাশাপাশি ৭ মে ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হয়। সেই ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন রেয়াত হোসেন। অঞ্জু বেগম ছিলেন কংগ্রেসের প্রার্থী, বিজেপি প্রার্থী করেছিল ভাস্কর সরকারকে। এই কেন্দ্র পেল তৃণমূলই।

২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে জয়ী হন ইদ্রিশ আলি। ৬৮.০৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। সেই থেকে এই আসন বিধায়কহীন। কখনও বাম, কখনও কংগ্রেস দখলে রেখেছিল এই কেন্দ্রটি। ২০২১ সালে সেখানে ঘাসফুল ফোটে।

মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। এই বিধানসভার দুই গুরুত্বপূর্ণ ব্লক ভগবানগোলা-১ ও ভগবানগোলা-২। প্রায় ১ লক্ষের উপরে ভোটার এখানে। তবে প্রশ্ন ছিল, কংগ্রেস-সিপিএম একত্রিত হয়ে যদি ভোট কেটে নেয়?