Murshidabad: ২৪ ঘণ্টার ব্যবধানে মুর্শিদাবাদে বিস্ফোরণ, রাতে বোমাবাজিও
Murshidabad: এক প্রত্যক্ষদর্শী বলেন, "আইসিডিএস সেন্টারের পাশে কয়েকজন মিলে কথা বলছিলাম। হঠাৎ শুনি ভয়ঙ্কর শব্দ। দেখি আমার বাড়ির দেওয়াল ভেঙে পড়ল। এখন তো ভয় লাগছে, প্রাণ নিয়ে বাঁচতে পারব কি না। বাড়িতে থাকলে আমি, স্বামী, ছেলে তিনজনই মারা যেতাম।"
মুর্শিদাবাদ: ভোটের আগে মুর্শিদাবাদ যেন বিস্ফোরকের পাহাড়! প্রায়ই বোমা বারুদ উদ্ধার লেগে আছে। এবার আবার ২৪ ঘণ্টার ব্যবধানে দু’ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল। সঙ্গে আবার বোমাবাজিতে কাঁপল এলাকা। রেজিনগর ও বেলডাঙায় সোমবারের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
সোমবার সকালে বেলডাঙায় আইসিডিএস সেন্টার চলাকালীন সেন্টারের পাশে বিস্ফোরণ হয়। বেলডাঙা থানার ঝুমকা মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, বোমা মজুদ করে রাখা ছিল। তাতেই বিস্ফোরণ হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আইসিডিএস সেন্টারের পাশে কয়েকজন মিলে কথা বলছিলাম। হঠাৎ শুনি ভয়ঙ্কর শব্দ। দেখি আমার বাড়ির দেওয়াল ভেঙে পড়ল। এখন তো ভয় লাগছে, প্রাণ নিয়ে বাঁচতে পারব কি না। বাড়িতে থাকলে আমি, স্বামী, ছেলে তিনজনই মারা যেতাম।”
এরপর রাতেই কেঁপে ওঠে রেজিনগর। রেজিনগরের নাজিরপুর এলাকায় সোমবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় বলে অভিযোগ। সেখানে ব্যাপক বোমাবাজি ও ভাঙচুর চলে। ঘটনায় আহত হন তিনজন। ঘটনাস্থলে যায় রেজিনগর থানার পুলিশ। এই নাজিরপুর এলাকাতেই রবিবার রাতে আবার বিস্ফোরণের ঘটনা ঘটে। আগের রাতে বিস্ফোরণের পরদিন সেই বোমাবাজি।