Panchayat Election 2023: বাইকে ভাঙচুর, ছোড়া হল ইট, মনোনয়নের প্রথম দিনই উত্তপ্ত রানিনগর

Panchayat Election 2023: শুক্রবার দুপুরে রানিনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ব্লকে দেখা গেল সেই ভাঙচুরের ছবি। সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা একসঙ্গে এদিন মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিল।

Panchayat Election 2023: বাইকে ভাঙচুর, ছোড়া হল ইট, মনোনয়নের প্রথম দিনই উত্তপ্ত রানিনগর
ভাঙচুর রানিনগরে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 7:19 PM

রানিনগর : শান্তিপূর্ণ ভোটের দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে কোনও গন্ডগোল হবে না বলে আশ্বাস দিয়েছিল শাসক দলও। কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনই জায়গায় জায়গায় অশান্তি। রীতিমতো ভাঙচুর হল মুর্শিদাবাদের রানিনগরে। ফেলে দেওয়া হল চেয়ার, বাইকেও চলল ভাঙচুর। কোনও ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শুক্রবার দুপুরে রানিনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ব্লকে দেখা গেল সেই ভাঙচুরের ছবি। সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা একসঙ্গে এদিন মনোনয়নপত্র তুলতে গিয়েছিলেন। মনোনয়নপত্র তোলার পরই সেখানে বেশ কয়েকজন গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে দাবি বাম ও কংগ্রেস নেতৃত্বের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ।

সিপিএমের এরিয়া কমিটির সদস্য, সারোয়ার্দি মণ্ডলের দাবি, তাঁদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র তুলতে যান, তখন তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। তিনি বলেন, “আজ প্রথম দিন ছিল। বিডিও অফিসের কাজ শুরু করতে দেরি হয়েছিল। মনোনয়ন তোলার প্রক্রিয়া শুরু হওয়ার পরই তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে ইট ছোড়া হয়। প্রতিবাদ করতে এগিয়ে যান আমাদের কর্মীরা।” এই ঘটনা পরিকল্পিত বলে দাবি করেছেন সিপিএম নেতা। তিনি আরও বলেন, এই ঘটনা ঘটতে থাকলে মানুষ বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আমরা আমাদের অধিকার বুঝে নেব।”

অন্যদিকে, তৃণমূলের দাবি, অশান্তির পরিবেশ তৈরি করেছে সিপিএম ও বিজেপিই। তৃণমূলের বনভূমি কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস বলেন, “আমরা ক্যাম্প করে বসেছিলাম। মনোনয়নও দিতে চায়নি। শান্ত পরিবেশ ছিল। সিপিএম আর কংগ্রেস যৌথভাবে অশান্তি তৈরি করছে। ওদের ব্যাগে ইট ছিল। আমাদের পক্ষ থেকে একটা কথাও বলা হয়নি।”