Adhir Chowdhury: ‘তৃণমূলের কাছে হারলে রাজনীতি ছেড়ে দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন অধীর
Adhir chowdhury: টিভি ৯ বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "মুর্শিদাবাদের তিনটি আসন এর মধ্যেই আমরা দখল করে নিয়েছি অভিষেককে জানিয়ে দিলাম।
ভগবানগোলা: কিছুদিন আগে রাজ্যে সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দেন। অমিত শাহর সেই ৩৫-এর পাল্টা আবার তৃণমূল কর্মীদের টার্গেট বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার লোকসভা ভোটে ৪০ আসনের টার্গেট দেন তিনি। এ দিকে ভোটের আগে যখন দুই পার্টি একের পর এক টার্গেট বেঁধে দিচ্ছে ঠিক তখন মুখ খুললেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, সকলে এইভাবে টার্গেট বেঁধে দিলে বাংলায় কংগ্রেস কি খই ভাজবে?
টিভি ৯ বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “মুর্শিদাবাদের তিনটি আসন এর মধ্যেই আমরা দখল করে নিয়েছি অভিষেককে জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রীকে স্পষ্ট করে বলছি মুর্শিদাবাদের একটি আসনও আপনি পাবেন না লিখে রাখুন। আমি ওঁকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছি মুখ্য়মন্ত্রী আপনি আমার বিরুদ্ধে দাঁড়ান। বা অভিষেককেও দাঁড় করাতে পারেন। যদি তৃণমূলের কাছে অধীর চৌধুরী বহরমপুরে হারে আমি রাজনীতি করা ছেড়ে দেব।” একই সঙ্গে তিনি বলেন, “এ রাজ্যে খুব কায়দা করে তৃণমূল নিজের দোষ বঞ্চনার ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতা, অদক্ষতা, নিজেদের দুর্নীতি ও চৌর্যবৃত্তিকে ঢাকার চেষ্টা করছে। এখানকার সরকারকে বলব রাজস্থানে গিয়ে দেখুন ৫০০ টাকায় সিলিন্ডার দিচ্ছে কংগ্রেস। সেখানে এমপি নেই রাজস্থানে। তাও সরকার ৫০০ টাকায় গ্যাস দিচ্ছে। পেট্রল-ডিজেল দিচ্ছে।”
অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে বিজেপি ও বামেরাও। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “স্বপ্ন দেখতে বাধা নেই। ৪২০ বলে একটা কথা আছে। ৪০-র মাঝে ২ বসিয়ে দিন। সব ৪২০-র আশপাশে ঘুরে বেড়াচ্ছে কেমন যেন।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “উনি চাইছেন লোকসভা। ইনি চাইছেন বিধানসভা। বিজেপি পার্লামেন্টের জন্য বিধানসভা ছাড়তে প্রস্তুত। আর তৃণমূল বিধানসভার জন্য পার্লামেন্ট ছাড়তে প্রস্তুত।”
কী বলেছিলেন অভিষেক?
শনিবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, “তৃণমূলের একটা সিট গেলে কিছু যায় আসে না। আপনি বঞ্চিত হবেন। আর একটা সিট পেলে আপনার অধিকারের টাকা আপনি পাবেন। আগামী দিনে ৪০-এর লক্ষ্য মাত্রা নিয়ে ঝাঁপাব।”