Adhir Chowdhury: ‘জোট আমার সাবজেক্ট নয়’, এবার মুখ খুললেন অধীর
Adhir Chowdhury: সোমবার অধীরকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র ট্রয়ের ঘোড়া বলে কটাক্ষ করেছিলেন তিনি। আবার মঙ্গলবার রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত 'একলা চলোর' ডাক দিয়েছিলেন।
মুর্শিদাবাদ: ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম দুই শরিক দল তৃণমূল এবং কংগ্রেস। তবে জটের জট প্রথম থেকেই। ‘দিল্লিতে দোস্তি’ হলেও বাংলায় তৃণমূল এবং কংগ্রেস যে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না এই কথা হাবেভাবে একাধিকবার বুঝিয়েছে দুই দলই। এ রাজ্যে জোটের ভবিষ্যত কী এই নিয়ে যখন লোকসভা ভোটের আগে চাপানউতর বাড়ছে সেই পরিস্থিতিতে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বললেন, তিনি জোটের প্রক্রিয়াতে নেই। বিজেপি-তৃণমূলকে হারিয়ে তিনি জিতেছেন। আগামী দিনে কংগ্রেস লড়তে বললে একই ভাবে লড়বেন তিনি।
সোমবার অধীরকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র ট্রয়ের ঘোড়া বলে কটাক্ষ করেছিলেন তিনি। আবার মঙ্গলবার রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত ‘একলা চলোর’ ডাক দিয়েছিলেন। এক বন্ধনীতে কংগ্রেস-বিজেপি-সিপিএম-কে রেখে বলেছিলেন, এদের একমাত্র হারাতে পারে তৃণমূলই। এই পরিস্থিতিতে জোটের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিলই।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে অধীর বললেন, “আমি প্রথম দিনই বলেছি। এই জোটের প্রক্রিয়ার মধ্যে আমি নেই। কার সঙ্গে কী হবে, না হবে সেই সম্পর্কে অধীর চৌধুরী অবগত নয়। কারণ এটা আমার সাবজেক্ট নয়।”
উল্লেখ্য, এ রাজ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে নিয়ে কম জটিলতা হচ্ছে না। মমতা জানিয়েছিলেন, রাহুল যে এখানে পদযাত্রা করবেন, সে কথা তাঁকে জানানো হয়নি। এই পরিস্থিতিতে রাহুলের সভার অনুমতি থেকে শুরু করে তাঁর গেস্ট হাউজ না পাওয়া নিয়ে শুধুই জল ঘোলা হয়েছে প্রতিনিয়ত। এর মধ্যে আবার রাহুলের ন্যায়যাত্রার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়া,ইসলামপুরে পদযাত্রা করেন মমতা। ফলত, মুখে না বললেও, তৃণমূল এই ক’দিনে নিজেদের অবস্থান কার্যত স্পষ্ট করে দিয়েছে। এবার সেই একই বিষয়ে মুখ খুললেন প্রবীণ এই কংগ্রেস নেতা।