Murshidabad: কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত ডোমকল
Murshidabad: স্থানীয় সূত্রে খবর, খাতুন বেওয়া দীর্ঘদিনের একনিষ্ঠ কংগ্রেস কর্মী। অভিযোগ, শনিবার তৃণমূলের কয়েকজন কর্মীর সঙ্গে ঝামেলা বাধে তাঁর। এরপর হাতাহাতি হয়।
মুর্শিদাবাদ: এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। ওই মহিলা কংগ্রেস কর্মী। অভিযোগ, তৃণমূলের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ৬৫ বছর বয়সী খাতুন বেওয়া। অভিযোগ, এরপরই তাঁকে মারধর করা হয়। ডোমকল থানার ১০ নম্বর ঘোড়ামারা অঞ্চলের হারুরপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, খাতুন বেওয়া দীর্ঘদিনের একনিষ্ঠ কংগ্রেস কর্মী। অভিযোগ, শনিবার তৃণমূলের কয়েকজন কর্মীর সঙ্গে ঝামেলা বাধে তাঁর। এরপর হাতাহাতি হয়। খাতুন বেওয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার সকাল ৯টা নাগাদ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খাতুনকে।
তবে সেখানে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু মেডিক্যাল কলেজে যাওয়ার পথেই মৃত্যু হয় খাতুন বেওয়ার। তৃণমূলের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন, “আমাদের কাছে এরকম কোনও খবর নেই। আমাদের কেউ এসবের সঙ্গে যুক্ত নয়। এসব ফালতু কথা।”