Congress: অধীর-গড়ে পঞ্চায়েত হাতছাড়া কংগ্রেসের
Murshidabad: এদিন অনিতা মণ্ডল তৃণমূলে যোগ দিয়ে বলেন, "আমি কোনও উন্নয়নের কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূলে এলাম।" এই পঞ্চায়েতে ২৮ জন সদস্য। তৃণমূলে নতুন সদস্য যোগদানের ফলে মোট ১৭ জন সদস্য হল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ৩-৪ জন সদস্য কম থাকায় বোর্ড গঠন করতে পারেনি। এবার সেটা হবে।
মুর্শিদাবাদ: লোকসভা ভোটের আগে দলবদল শুরু। এবার মুর্শিদাবাদের একটি গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল কংগ্রেসের। বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তি বৃদ্ধি ঘাসফুল শিবিরের। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের হাত ধরে কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান দেন ভরতপুর-১ ব্লকের ভরতপুর গ্রামপঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডল, কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য ও সিপিআইএমের ২ জন পঞ্চায়েত সদস্য।
ভরতপুর ব্লকে রবিবার এক যোগদান সভার আয়োজন করা হয়। সেখানেই কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় হিসাবে ধরা হয় মুর্শিদাবাদ জেলাকে। সেখানেই ‘হাত’-এর শক্তিক্ষয়।
এদিন অনিতা মণ্ডল তৃণমূলে যোগ দিয়ে বলেন, “আমি কোনও উন্নয়নের কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূলে এলাম।” এই পঞ্চায়েতে ২৮ জন সদস্য। তৃণমূলে নতুন সদস্য যোগদানের ফলে মোট ১৭ জন সদস্য হল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ৩-৪ জন সদস্য কম থাকায় বোর্ড গঠন করতে পারেনি। এবার সেটা হবে।
এদিন হুমায়ুন কবীর বলেন, “অধীর চৌধুরী এখানকার সাংসদ আছেন এখনও। যেদিন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা করবেন তখন তো আর তিনি সাংসদ থাকবেন না। অনেকে বলে অধীর চৌধুরীর গড়। ২০১৯-এ যে ভোট হয়েছিল সেখানে মাত্র ৮০ হাজার ভোটে তিনি অপূর্ব সরকারকে হারান। একমাত্র বহরমপুর বিধানসভাই তাঁকে ৯০ হাজার লিড দেয়। বাকিগুলি কম বেশি পিছিয়ে ছিল। আগামিদিনে তৃণমূল যাঁকেই প্রার্থী করুক আমরা অধীর চৌধুরীকে হারাতে তৈরি। মানুষ বুঝতে পারছেন এলাকার উন্নয়ন কাকে দিয়ে হবে। ২৪ বছর ধরে অধীর চৌধুরী সাংসদ। উনি কোন উন্নয়নটা করেছেন? মানুষ ওনার বিরুদ্ধেই ভোট দেবে। অধীর চৌধুরীর গিমিক এবার শেষ।” যদিও এই যোগদান নিয়ে সিপিএম বা কংগ্রেসের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। পেলে তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে।