Murshidabad: Murshidabad: রাস্তা যেন ‘লজ্জাবতী’! হাত দিলেই ‘গুটিয়ে’ যাচ্ছে

Murshidabad: সম্প্রতি জেলা পরিষদের তত্ত্বাবধানে সামসেরগঞ্জের লস্করপুর থেকে মাঠের ভিতর দিয়ে চসকাপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার পিচ রাস্তা করা হয়েছে। প্রতিদিনিই শত শত মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। পিচের রাস্তার দাবিও ছিল দীর্ঘদিনের। শেষ পর্যন্ত তা হলেও এই অবস্থার জন্য তৈরি ছিলেন না গ্রামবাসীরা।

Murshidabad: Murshidabad: রাস্তা যেন 'লজ্জাবতী'! হাত দিলেই 'গুটিয়ে' যাচ্ছে
হাত দিলেই উঠে যাচ্ছে পিচ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2024 | 12:46 PM

মুর্শিদাবাদ: কয়েকদিন আগেই তৈরি হয়েছে পিচের রাস্তা। কিন্তু, তারইমধ্যে গোটা রাস্তায় গজিয়ে গিয়েছে ঘাস। হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। ক্ষোভে পেটে পড়েছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের লস্করপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা। তাতেই এই ছবি দেখা যাচ্ছে। সম্প্রতি জেলা পরিষদের তত্ত্বাবধানে সামসেরগঞ্জের লস্করপুর থেকে মাঠের ভিতর দিয়ে চসকাপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার পিচ রাস্তা করা হয়েছে। প্রতিদিনিই শত শত মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। পিচের রাস্তার দাবিও ছিল দীর্ঘদিনের। শেষ পর্যন্ত তা হলেও এই অবস্থার জন্য তৈরি ছিলেন না গ্রামবাসীরা। তাতেই বাড়ছে ক্ষোভের বাতাবরণ। 

এক গ্রামবাসীর আবার অভিযোগ, রাস্তার বেহাল দশার ছবি তুলতেই তৃণমূলের ব্লক সভাপতি আবার তাঁকে হুমকিও দিয়েছেন। ফোনে গালিগালাজও করেছেন। এলাকার অন্য এক বাসিন্দা বলছেন, “১০-১২ দিন তো হয়েছে রাস্তা। তারমধ্যে দেখা যাচ্ছে ঘাস বের হচ্ছে। খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটা হয়েছে। কেউ হাঁটলে চটিতে পিচ উঠে আসছে। এরই প্রতিবাদে আমরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছি। দেখে মনে হচ্ছে রাস্তা পিচ দিয়ে নয়, লজ্জাবতী গাছের পাতা দিয়ে করেছে। লজ্জাবতী গাছ যেমন ছুঁলেই পাতা যেন গুটিয়ে যায় তেমনই এখানে পিচে হাত দিলেই তা উঠে চলে আসছে।”  

ক্ষোভে ফুঁসছেন এলাকার আর এক বাসিন্দা মহম্মদ আনোয়ার হোসেনও। বলছেন, “সাতদিনও তখন হয়নি। সকালে ঘুম থেকে উঠে এসে দেখি মাঝ রাস্তায় ঘাস গজিয়েছে। তখনই ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। তারপর কিন্তু আমার কাছে হুমকিও এসেছে। সামসেরগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি হুমকি দেন। গালিগালাজও করেন ফোনে। কেন দিলেন আমি জানি না। এখন তো পুরো রাস্তাতেই ঘাস বেরিয়ে আছে। হাত দিলেই পিচ উঠে যাচ্ছে।” যদিও চাপানউতোরের মধ্যেই সামসেরগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি সইদুল শেখের বাড়িতে গেলেও তাঁর দেখা পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও মেলেনি প্রতিক্রিয়া।