TMC Candidate: হুমায়ুনের পর সরব তৃণমূলের আরও এক বিধায়ক, এবার নিশানায় মুর্শিদাবাদের প্রার্থী
Loksabha Election 2024: নিয়ামত শেখের বক্তব্য, "পাঁচ বছর আগে যিনি নির্বাচিত হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, ২০২১ সালের ভোটের সময় একটাবারও তাঁকে এখানে দেখা যায়নি। অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। অভিষেক ব্যানার্জি আমাদের দায়িত্ব নিয়ে বলেছেন আপনারা দলের হয়ে ভোট করুন। তাই ভোট করব।"
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় প্রার্থী নিয়ে শাসকদলের মধ্যে ‘বিদ্রোহ’ দেখা গিয়েছে আগেই। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করার পরই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেছিলেন, নির্দল হয়ে লড়ে ইউসুফকে হারাবেন। এবার আরেক বিধায়ক সরব। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল আবু তাহের খানকে প্রার্থী করেছে। আর তা নিয়েই কটাক্ষ হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের।
২০১৯ সালে লোকসভা ভোটে জিতে মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ হন আবু তাহের খান। এবারও তৃণমূল তাঁকেই প্রার্থী করেছে। তবে এই প্রার্থী নিয়ে খুব একটা সন্তুষ্ট নন নিয়ামত। নিয়ামত শেখের বক্তব্য, “পাঁচ বছর আগে যিনি নির্বাচিত হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, ২০২১ সালের ভোটের সময় একটাবারও তাঁকে এখানে দেখা যায়নি। অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। অভিষেক ব্যানার্জি আমাদের দায়িত্ব নিয়ে বলেছেন আপনারা দলের হয়ে ভোট করুন। তাই ভোট করব।”
এ প্রসঙ্গে আবু তাহের খানের বক্তব্য, তিনি এ নিয়ে কিছু বলতে চান না। তবে মিডিয়ার কাছে ফুটেজ আছে। তা দেখলেই বোঝা যাবে তিনি হরিহরপাড়ায় বিধানসভা নির্বাচনে এসেছিলেন কি আসেননি।
আবু তাহের খান বলেন, “আমি জেলা সভাপতি ছিলাম। ২২টা বিধানসভা আমার মাথায় ছিল। একদিন দু’দিন করে সময় থাকলে কতটা হাতে সময় থাকে? আমি আমার কর্তব্য করেছি। আর পঞ্চায়েত গেল যে, আমি তো এক বছর কোমায় ছিলাম, অসুস্থ ছিলাম। কোথায় যেতে পারিনি। আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। নিয়ামত সাহেব যেটা বলছেন সেটা ওনার মনের কথা, ওনার ক্ষোভের কথা। আমি এর উত্তরও দিতে চাই না।”