Yusuf Pathan: সচিনের ছবি নিয়ে ভোট প্রচার, ইউসুফের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের
Yusuf Pathan: এবারে লোকসভা ভোটে বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন ইউসুফ। এই বহরমপুরে আবার বরাবরই দাপট রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এবারের লোকসভা ভোটেও বহরমপুর থেকেই মাঠে নামছেন তিনি।
কলকাতা: ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোটে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ কংগ্রেসের। ভোটের ময়দানে ফায়দা তুলতে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহারের অভিযোগ। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে হাত শিবির। দেওয়া হয়েছে চিঠি। ইউসুফ বিভিন্ন জায়গায় বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করছেন বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। প্রসঙ্গত, গত রবিবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি মোহনবাগান ময়দানে ক্রিকেট কোচিং সেন্টারের যান ইউসুফ পাঠান। সেখানে সচিনের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে শোরগোল চলছে জেলার রাজনৈতিক মহলে।
নির্বাচন কমিশনে নালিশ করে কংগ্রেসের তরফে যে চিঠি দেওয়া হয়েছে তাতে পরিষ্কার লেখা, ২০১১ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্তের নানা ছবি সামনে রেখে প্রচার করছেন ইউসুফ। সেখানে হাইপ্রোফাইল ক্রিকেট তারকা সচিনের তেন্ডুলকরের ছবিও রয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ জয়ের মুহূর্তগুলিও জাতীয় গর্বের বিষয়। তার সঙ্গে সকল ভারতবাসীর আবেগ জড়িয়ে। আমরা মনে করি না নির্বাচনী প্রচারের জন্য এর ব্যবহার করা উচিত।
প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটে বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন ইউসুফ। এই বহরমপুরে আবার বরাবরই দাপট রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এবারের লোকসভা ভোটেও বহরমপুর থেকেই মাঠে নামছেন তিনি। প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক-বিরোধী কোনও পক্ষই। রোজই বরহমপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে জোরদার প্রচার করে চলেছেন ইউসুফ। যদিও কংগ্রেসের দাবি, দিনের শেষে হাতেই ভরসা রাখবে বহরমপুরের মানুষ। এরইমধ্যে ইউসুফের বিরুদ্ধে নতুন অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় বলছেন, ওরা অভিযোগ করেছে। কমিশন দেখবে কী করবে।