Bomb Recover: মুর্শিদাবাদে বোমার ‘স্টক’ তো বিশাল! এবার মিলল রেজিনগরে
Murshidabad: এদিন এলাকার লোকজন বোমাগুলি দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় রেজিনগর থানা। পুলিশ আসে, সঙ্গে বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াডের সদস্যরা বোমাগুলি নিষ্ক্রিয় করে। চলতি সপ্তাহেই মুর্শিদাবাদের নবগ্রামের গোড়োরা গ্রাম ও ডোমকলে বোমা উদ্ধার হয়।
মুর্শিদাবাদ: ভোট ঘোষণা হয়ে গিয়েছে। জোর কদমে প্রচারও চলছে। ভোটের মুর্শিদাবাদে আবারও উদ্ধার হল বোমা। এবার ঘটনাস্থল রেজিনগর। গোপন সূত্রে খবর পেয়ে, এক জার ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। জারের ভিতর ১৭টি তাজা বোমা ছিল। কে বা কারা কী উদ্দেশে এই বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন এলাকার লোকজন বোমাগুলি দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ আসে, সঙ্গে বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াডের সদস্যরা বোমাগুলি নিষ্ক্রিয় করে। চলতি সপ্তাহেই মুর্শিদাবাদের নবগ্রামের গোড়োরা গ্রাম ও ডোমকলে বোমা উদ্ধার হয়।
গোড়োরা গ্রামে ঢোকার মুখে একটি ঝোপঝাড় ঘেরা জায়গার ভিতর থেকে তাজা বোমা উদ্ধার হয়। অন্যদিকে ডোমকল ব্লকের পাইকমারি হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে বালতি ভর্তি সকেট বোমা উদ্ধার হয়। এর আগেও একাধিকবার এই জেলা থেকে বোমা উদ্ধারের খবর এসেছে। তবে লোকসভা ভোটের আবহে বারবার বোমা উদ্ধার ঘিরে চাপানউতর শুরু হয়েছে। এলাকার লোকজনের মধ্যেও ভয় দানা বাঁধছে। পরিকল্পনা করেই ভোটের আগে বোমা মজুত হচ্ছে কি না তা পুলিশ খতিয়ে দেখুক বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের।