Murshidabad: মুখ্যমন্ত্রীর সভার আগেই খড়গ্রামে চলল ‘গুলি’, সংঘর্ষের মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে
স্থানীয় একটি ইস্যুকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা আগেই ছিল। বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাতে লাগে রাজনৈতিক রং। কারণ দুপক্ষের মধ্যে একটি পক্ষ কংগ্রেস সমর্থক, অপরপক্ষ তৃণমূলের।
মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে ফরাক্কায়। তার ঘণ্টা আগেই মুর্শিদাবাদের খড়গ্রামে চলল গুলি। এক কংগ্রেস কর্মীর আহত হওয়ার খবর মিলেছে। পুলিশ সূত্রে খবর, দু’রাউন্ড গুলি চলেছে। আহত কংগ্রেস কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ইস্যুকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা আগেই ছিল। বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাতে লাগে রাজনৈতিক রং। কারণ দুপক্ষের মধ্যে একটি পক্ষ কংগ্রেস সমর্থক, অপরপক্ষ তৃণমূলের। দুপক্ষের মধ্যে হাতাহাতি হতে থাকে। ঘটনার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছেন এলাকারই কোনও এক ব্যক্তি। সে দৃশ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রীতিমতো বাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে বার করে এনে মারধর করা হচ্ছে। কুড়-পঁচিশ ব্যক্তি এক জনকে মারধর করছেন। চলতে থাকে এলোপাথাড়ি কিল চড় ঘুষি। এক মহিলা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তার ওপরেও চার জন চড়াও হন। তার মধ্যেই গুলি চালনার ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভোটের আগে বারবার তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। বোমাবাজি, গুলি চালনার ঘটনা ঘটে। নির্বাচন কমিশনের চোখেও মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এলাকা। বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছে ৩০ কোম্পানি বাহিনী। তার মধ্যেই এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। তৃণমূল কংগ্রেস কোনও নেতৃত্বের তরফেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।