Murshidabad: সীমান্তে কৃষকদের মারধরের অভিযোগ উঠল BSF-এর বিরুদ্ধে
Murshidabad: সেই সময় আহত হন আজমত শেখ সহ চার-পাঁচজন কৃষক। প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করা হয়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরপাড়া ধনিরামপুর বাজার এলাকায়।
কৃষকদের দাবি, বিএসএফ সকালবেলা সীমান্তে প্রবেশ করতে দিতে দেরি করে। যার জেরে কাজের সময় নষ্ট হয়। শ্রমিক নিয়ে গেলে কার্যত লোকসান হয়ে যায়। তাঁদের দাবি, এই নিয়ে বিএসএফ-এর সঙ্গে কথা বলতে গেলে লাঠি দিয়ে কৃষকদের মারধর করার অভিযোগ ওঠে। এক কৃষক বলেন, “ওরা রোজ এন্ট্রি দিতে দেরি করে। আমরা সেই কথাই বলছিলাম। তখনই লাঠি দিয়ে মারতে শুরু করল।” তবে বিএসএফ-এর পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এরপর প্রতিবাদে পথে নামেন কৃষকরা। বিক্ষোভ দেখানো হয়। ধনিরামপুর বাজারে কৃষকরা সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় সাগরপাড়ার ধনিরামপুর বাজারে । সীমান্তের সমস্ত কৃষকরা রাস্তার ওপর সাইকেল রেখে,বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে যাত্রীবাহী বাস,ছোট ছোট যানবাহন আটকে পড়ে। নাকাল হতে হয় পথচলতি মানুষকে।