Suvendu Adhikari on Naushad: নওশাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করুন, আমাদের শুভেচ্ছা আছে: শুভেন্দু
Suvendu Adhikari on Naushad: গ্রেফতার হওয়ার পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও মুক্তি পাননি নওশাদ।
মুর্শিদাবাদ : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর প্রতি প্রচ্ছন্ন সমর্থনের কথা বলেছে রাজ্য বিজেপি। এমনকী রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের প্রতিনিধিদের নওশাদের মুক্তির দাবিতে পথে নামতেও দেখা গিয়েছিল। আর এবার ফের নওশাদের মুক্তির দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, ‘নওশাদ ভাইয়ের দম আছে, তাই তিনি আত্মসমর্পণ করেননি।’ আর এবার তিনি বললেন, ‘নওশাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।’ যেভাবে সিএএ-এনআরসি-র প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন হয়েছিল, এবারও সেভাবেই আন্দোলন করার কথা বলেন তিনি। সাগরদিঘি উপ নির্বাচনের আগে শুক্রবার সেখানে প্রচারে যান বিজেপি বিধায়ক। রাজ্য সরকার তথা তৃণমূলকে কটাক্ষ করে এমন বার্তাই দিয়েছেন তিনি।
দিন কয়েক আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি ব্যাক্তিগত ভাবে মনে করি, এতদিন জেলে নওশাদকে রাখার কোনও মানে হয় না।’ বিচারপতি স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিতে পারেন বলেও দাবি করেছিলেন তিনি। আবার শুক্রবার একই ইস্যুতে তাঁকে বলতে শোনা যায়, নওশাদকে নিয়ে আইন আইনের পথে চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিধায়ক হিসেবে প্রিভিলেজ পাবে ভাবার কারণ নেই। সেই প্রসঙ্গেই এদিন শুভেন্দু বলেন, ‘বিধানসভার অধ্যক্ষ হিসেবে বলেছেন না তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বলেছেন সেটা আগে ভাবতে হবে। আর তাঁর দয়ার দানে নওশাদ ভাইরা নেই। তাঁরা উচ্চ আদালতে গিয়েছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবেন।’
একইসঙ্গে আইএসএফ-কেও বার্তা দেন শুভেন্দু। বলেন, ‘নওশাদ ভাইয়ের জন্য আন্দোলনটা করতে হবে। আপনারা তো রাস্তায় নেমে সিএএ-এনআরসি-র বিরুদ্ধে মিছিল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন। রাস্তায় নেমে নওশাদের মুক্তি করান। আমাদের শুভেচ্ছা আছে। আমরা সরাসরি যেতে পারব না, কিন্তু আমাদের শুভেচ্ছা আছে।’
শুধুমাত্র নওশাদের গ্রেফতারি নয়, আনিস খানের মৃত্যুর প্রসঙ্গও এদিন উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, বগটুই থেকে শুরু করে আনিস খানের মৃত্যু, রাজ্য সরকার যা করেছে, তা অনেকেই বুঝে গিয়েছেন। গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল নওশাদকে। তারপর থেকে একের পর এক মামলায় জেলা বা পুলিশ হেফাজত হয়েছে বিধায়কের।