WB Panchayat Polls 2023: প্রার্থী তালিকা প্রকাশের আগেই ঘাসফুল প্রতীকে ১৩টি মনোনয়ন! জোর বিতর্ক
WB Panchayat Polls 2023: তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গাজিনগর মালঞ্চা পঞ্চায়েত থেকে ১৩ জন প্রার্থী তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও কীভাবে তৃণমূলের প্রতীকে আবেদন জানিয়ে নমিনেশন করলেন ওই ১৩ জন প্রার্থী?
মুর্শিদাবাদ: প্রার্থী ঘোষণা না হলেও সামশেরগঞ্জে তৃণমূলের প্রতীকে ১৩ টি মনোনয়ন ঘিরে বিতর্ক! তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও সামশেরগঞ্জ বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের ১৩ জন প্রার্থীর মনোনয়নকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার তৃণমূল কংগ্রেসের হয়ে গ্রাম পঞ্চায়েত আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। বিষয়টি জানাজানি হতেই কার্যত হইচই সৃষ্টি হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গাজিনগর মালঞ্চা পঞ্চায়েত থেকে ১৩ জন প্রার্থী তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও কীভাবে তৃণমূলের প্রতীকে আবেদন জানিয়ে নমিনেশন করলেন ওই ১৩ জন প্রার্থী?
এদিকে বিষয়টি নিয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ তাসিরুদ্দিন সাংবাদিক সম্মেলন করে বলেন, “যাঁরা নমিনেশন করেছেন, তাঁরা তৃণমূলে আছেন কিনা আমার জানা নেই। তাঁদের দল অনুমোদন করে না।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে যাঁরা মনোনয়ন জমা করেছেন, তাঁদের কাছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা গেলেও কোনওরকম মন্তব্য করতে চাননি। স্বাভাবিকভাবেই সামসেরগঞ্জে চলছে জোর জল্পনা।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশে দেরি নিয়ে এমনিতেই রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে একাধিক প্রশ্ন। তৃণমূল সাংসদ সৌগত রায় আভাস দিয়ে রেখেছেন ১৪ জুন প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। তবে তার আগেই তৃণমূলের প্রতীকে এই মনোনয়ন ঘিরে জোর জল্পনা।