WBSET: ২ পরীক্ষার্থী কেন আলাদা বসে SET দিলেন? মুখ খুলল কলেজ সার্ভিস কমিশন

Murshidabad: রবিবার ছিল সেট (WBSET)। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অধ্যক্ষ নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা নিয়েই বিতর্ক ছড়ায় মুর্শিদাবাদের সৈয়দ নুরুল হাসান কলেজে। কলেজ সার্ভিস কমিশনের বক্তব্য, দু'জন সিক রুমে বসে পরীক্ষা দিচ্ছিলেন।

WBSET: ২ পরীক্ষার্থী কেন আলাদা বসে SET দিলেন? মুখ খুলল কলেজ সার্ভিস কমিশন
সেট বিতর্ক ফরাক্কার কলেজে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 2:44 PM

মুর্শিদাবাদ: দুই পরীক্ষার্থীকে আলাদাভাবে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে ফরাক্কার একটি কলেজে। আর সেই মুহূর্তের ভিডিয়ো করেন কলেজেরই এক অধ্যাপক। এই ঘটনায় একদিকে যেমন ওই অধ্যাপকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অন্যদিকে মুখ খুলেছে কলেজ সার্ভিস কমিশনও।

রবিবার ছিল সেট (WBSET)। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অধ্যক্ষ নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা নিয়েই বিতর্ক ছড়ায় মুর্শিদাবাদের সৈয়দ নুরুল হাসান কলেজে। কলেজ সার্ভিস কমিশনের বক্তব্য, দু’জন সিক রুমে বসে পরীক্ষা দিচ্ছিলেন।

কমিশন জানিয়েছে, সিক রুমে বসে পরীক্ষা দেওয়াই যায়। ডাক্তারি সার্টিফিকেট ও উপযুক্ত প্রমাণপত্র নিয়ে তাঁরা পরীক্ষা দিতে এসেছিলেন। তাই আলাদাভাবে বসে সিক রুমে পরীক্ষা দেন। সেই সময়ই শ্রীজয় মণ্ডল নামে এক অধ্যাপক ওই রুমে ঢুকে পড়েন। ফেসবুকে লাইভ করতে শুরু করেন। তবে যেহেতু এভাবে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করা যায় না, তা আইনবিরুদ্ধ, তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

যদিও শ্রীজয় মণ্ডল নামে ওই অধ্যাপকের দাবি, ক্যান্টিনের পাশে একটি জায়গায় বসে পরীক্ষা নেওয়া হচ্ছিল। তবে পাল্টা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই জায়গাটাই সিক রুম হিসাবে ঠিক করা হয়। কলেজ সার্ভিস কমিশনও দাবি করেছে, সবটা নিয়ম মেনেই হয়েছে।