Adibasi Arrest: বন বিড়াল শিকারের অভিযোগে গ্রেফতার ২২ আদিবাসী
বীরভূমের পাইকর থানার অন্তর্গত জগন্নাথপুর থেকে শিকারের উদ্দেশ্যে মুর্শিদাবাদের সুতি থানার হিরোরা গ্রাম এসেছিলেন ওই আদিবাসীরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁদের। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে গ্ৰেফতার করে। চিরাচরিত প্রথা অনুযায়ী অগ্রহায়ণ মাসে এরা শিকার করতে বের হয় এবং শিকার করার সেটাকে নিয়ে আদিবাসীরা উৎসবে মেতে ওঠে।
সুতি: বন বিড়াল শিকার করার অভিযোগে ২২ জন আদিবাসীকে গ্ৰেফতার করল বন দফতর। রবিবার জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয় ধৃতদের। শনিবার সন্ধ্যার দিকে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত হিরোলা গ্রামের মাঠ থেকে অভিযুক্তদের আটক করেছে পুলিশ ও বন দফতর। ধৃকদের থেকে একটি বন বিড়ালও উদ্ধার হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
বীরভূমের পাইকর থানার অন্তর্গত জগন্নাথপুর থেকে শিকারের উদ্দেশ্যে মুর্শিদাবাদের সুতি থানার হিরোরা গ্রাম এসেছিলেন ওই আদিবাসীরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁদের। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে গ্ৰেফতার করে। চিরাচরিত প্রথা অনুযায়ী অগ্রহায়ণ মাসে এরা শিকার করতে বের হয় এবং শিকার করার সেটাকে নিয়ে আদিবাসীরা উৎসবে মেতে ওঠে।
ঘটনা নিয়ে ধৃত আদিবাসীদের এক জন বলেছেন, “আমাদের গ্রামে উৎসব চলছিল। তার পর গ্রামের সবাই বলে শিকার করতে যাওয়ার কথা। সারা বছরে আমরা এক দিনই শিকার করতে আসি। আমরা অনেক দূর চলে যায় শিকার করতে। ২৫ মাইল পেরিয়ে গিয়েছিলাম। একটাই বন বিড়াল ধরা হয়েছিল।” আদিবাসীদের গ্রেফতারির বিষয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “২২ জনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গল থেকে শিকার করেছে। এই প্রাণী মারা নিষিদ্ধ। তা শিকার করেছে। এ জন্যই গ্রেফতার করা হয়েছে। এরা দল বেঁধে ছিল। তাই সবাইকে গ্রেফতার করা হয়েছে।”