Murshidabad News: ‘ক্যান্টিনে বসে বই খুলে SET পরীক্ষা দিচ্ছে কলেজের হবু অধ্যাপক’, অভিযোগের কাঠগড়ায় অধ্যক্ষ

Set Exam: লাইভ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সৈয়দ নুরুল হাসান কলেজের একটি ঘরে দু-জন পরীক্ষার্থী মোবাইল-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষা দিচ্ছেন এবং পাশে খোলা রয়েছে বই। ওই ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ করা ছিল। কলেজের অধ্যাপক সুজয় মণ্ডল নিজের মোবাইলে এটি লাইভ ভিডিয়ো করেন।

Murshidabad News: 'ক্যান্টিনে বসে বই খুলে SET পরীক্ষা দিচ্ছে কলেজের হবু অধ্যাপক', অভিযোগের কাঠগড়ায় অধ্যক্ষ
সৈয়দ নুরুল হাসান কলেজ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 11:03 PM

বহরমপুর: কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠল। এবার কলেজ সার্ভিস কমিশনের দুই SET পরীক্ষার্থীকে আলাদাভাবে ক্যান্টিংয়ে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে। খোদ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুধু মৌখিক অভিযোগ ওঠা নয়, ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। আর সেই লাইভ ভিডিয়োটি করেছেন কলেজেরই অধ্যাপক সুজয় মণ্ডল।

লাইভ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সৈয়দ নুরুল হাসান কলেজের একটি ঘরে দু-জন পরীক্ষার্থী মোবাইল-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষা দিচ্ছেন এবং পাশে খোলা রয়েছে বই। ওই ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ করা ছিল। কলেজের অধ্যাপক সুজয় মণ্ডল নিজের মোবাইলে এটি লাইভ ভিডিয়ো করেন। সেই ভিডিয়োতে সুজয় মণ্ডল অভিযোগ তোলেন, কলেজের অধ্যক্ষ টাকা নিয়ে দুই ছাত্রকে আলাদাভাবে সেট পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর লাইভ ভিডিয়ো চলাকালীন ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেটিও ভিডিয়োতে ধরা পড়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।

তবে সৈয়দ নুরুল হাসান কলেজের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই এদিন দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পুরো ঘটনার তদন্ত করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। খবর পৌঁছয় কলেজ সার্ভিস কমিশনেও। যদিও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. ক্যাপ্টেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে দুজনকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে সাফাই দিয়েছেন।

অন্যদিকে, ২ পরীক্ষার্থীর আলাদা পরীক্ষা দেওয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দাবি, অসুস্থতার জন্য সিকরুমে বসে ২ জন পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার সব নিয়ম মানা হয়েছে বলেও দাবি জানিয়েছে। পাশাপাশি লাইভ করা অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর করেছে কলেজ কর্তৃপক্ষ। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগেই তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ও কলেজ সার্ভিস কমিশন।

এদিকে, ফরাক্কা কলেজের এই ঘটনাটি নিয়ে রাজ্য প্রশাসন ও পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এর আগে এমবিবিএস পরীক্ষাতেও এরকম ঘটনা ঘটেছিল অভিযোগে সরব হন তিনি।