ভোটের আগের দিন উত্তপ্ত ডোমকল! চলল বেপরোয়া বোমাবাজি, বাড়ি ভাঙচুর
ভোটের (West Bengal Assembly Election 2021) আগে ফের উত্তপ্ত ডোমকল (Domkol) ।
ডোমকল: ভোটের (West Bengal Assembly Election 2021) আগে ফের উত্তপ্ত ডোমকল (Domkol) । বেপরোয়া বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ডোমকলের ডুবাপারা এলাকা। সিপিএম কর্মীদের মারধ, ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে একাধিক সিপিএম কর্মীর বাড়ি। হামলায় আহত হয়েছেন তিন জন। সকেনা বিবি, মেহেরুল শেখ ও বিল্লাল হোসেনকে ডোমকল মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূল এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, ভোট মিটলেও সন্ত্রাস জারি মুর্শিদাবাদের সুতিতে। মঙ্গলবার সন্ধ্যায় বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয় সেখান থেকে। সুতি থানার মাহতাবপুর এলাকায় একটি আমবাগানে চারটি জার ভর্তি বোমার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সুতি থানার পুলিশ। প্রথমে দড়ি দিয়ে স্থানটিকে ঘিরে রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলি রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোট আবহে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। রাজনৈতিক হিংসার বলি হয়েছে দু’জন। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় প্রথমে এক কংগ্রেস কর্মী খুনের অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টার ব্যবধানেই তৃণমূল কর্মীকে কুপিয়ে বোমা মেরে খুন করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ভোটের সময়েই যুযুধান প্রতিপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আরও পড়ুন: সাত সকালে ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল কলকাতার মাটিও
মুর্শিদাবাদে ১১টা আসনে ভোট আগামিকাল. বৃহস্পতিবার। তার আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এলাকা।