West Bengal Panchayat Elections 2023: সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বোমাবাজি, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তপ্ত রানিনগর
West Bengal Panchayat Elections 2023: অন্যদিকে আবার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের কর্মী মহিউদ্দিন সেখের বাড়িতে দলীয় বৈঠক চলছিল। সেই সময় কংগ্রেস আশ্রীত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বাড়িতে ভাঙচুরও চলে বলে অভিযোগ।
মুর্শিদাবাদ: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর এলাকায়। দু’পক্ষের অশান্তিতে চলে এলাকায় ব্যাপক বোমাবাজি। তপ্ত মুর্শিদাবাদের রানিনগরের চাকনানপাড়া এলাকা। পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন রোজিনা বিবি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু রেজিনার বাড়িতেই নয়, বোমাবাজি হয় তাঁর আত্মীয়দের বাড়িতেও। আশপাশের বাড়িগুলিতে লুঠপাটও হয় বলে অভিযোগ। একের পর এক বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
বোমাবাজির শুরু হয় বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে হামলা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি একটু থীতু হলে স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যান কংগ্রেস প্রার্থী।
অন্যদিকে আবার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের কর্মী মহিউদ্দিন সেখের বাড়িতে দলীয় বৈঠক চলছিল। সেই সময় কংগ্রেস আশ্রীত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বাড়িতে ভাঙচুরও চলে বলে অভিযোগ।
মহিউদ্দিনের বাড়ি লক্ষ্য করেও পরপর কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় পৌঁছয় রানিনগর থানার পুলিশ প্রসাশন। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধী দল করার জন্য শাসক দল দুষ্কৃতীদের দিয়ে এমন হামলা করছে বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী রোজিনা বিবি। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের ভয় দেখাতে এমন সন্ত্রাস বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।