WB Panchayat Polls 2023: হম্বিতম্বি সার, অভিষেকের ফোন যেতেই সুর নরম হুমায়ুনের
WB Panchayat Polls 2023: তৃণমূল সূত্রে খবর, সোমবার রাত্রি ৮টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ফোন যায় হুমায়ুনের কাছে। কথা বলেন অভিষেক।
মুর্শিদাবাদ: জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী একটি সভা করার করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবেন বলেও ঠিক করেছিলেন বিক্ষুব্ধ এই তৃণমূল বিধায়ক। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর বদল। অবস্থান থেকে পিছু হঠলেন। এমনকী নিজের ডাকা সভাও করলেন বাতিল।
তৃণমূল সূত্রে খবর, সোমবার রাত্রি ৮টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ফোন যায় হুমায়ুনের কাছে। কথা বলেন অভিষেক। সূত্রের খবর, তৃণমূল সেকেন্ড ইন কমান্ড তাঁকে বুঝিয়ে বলে যে এমন প্রবীণ রাজনীতিবীদের কাছে এই আচরণ শোভা পায় না। প্রায় দু’মিনিট কথা হয় তাঁদের। এরপর রাত ৯টা থেকে সাড়ে ১০টার দফায়-দফায় বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে কথা তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শুধু তাই নয়, নিজের সভা বাতিল করে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-তে যোগদান করেন সেই পরামর্শও দেন তিনি।
এরপরই আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানান যে, নিজের সভা বাতিল করে অভিষেকের রোড শো-তে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, প্রার্থী তালিকা ‘না পসন্দ’। এই তালিকায় একে-একে নাম রয়েছে মনোরঞ্জন ব্যাপারী, হুমায়ুন কবীরদের মতো বর্ষীয়ান রাজনীতিবিদদের। একদিকে যখন জেলায় ভূরি-ভূরি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের খবর সামনে আসছে সেই সময় নির্দলদের হয়ে হুমায়ুনের প্রচার তৃণমূলের জন্য মোটেই সুখকর নয় তা মনে করছে রাজনৈতিক মহল।