Nadia: সীমান্তে পাচারের আগেই ছক বানচাল পুলিশের, নদিয়ায় ৪০ কেজি গাঁজা-সহ ধৃত ২

Nadia: ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম বাসুদেব বিশ্বাস (২৪), অন্যজনের নাম দিলীপ দাস (২৩)। দু’জনেরই বাড়ি কৃষ্ণগঞ্জের কান্দিপুরে।

Nadia: সীমান্তে পাচারের আগেই ছক বানচাল পুলিশের, নদিয়ায় ৪০ কেজি গাঁজা-সহ ধৃত ২
গ্রেফতার ২ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 3:40 PM

নদিয়া: সীমান্তে গাঁজা পাচারের আগে নদিয়ায় (Nadia) গ্রেফতার ২ যুবক। বাজেয়াপ্ত ৪০ কেজির গাঁজা। চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের বিশেষ টিম মাজদিয়ার ঘোষ পাড়ায় অভিযান চালায়। এদিকে সেই সময় কৃষ্ণগঞ্জের কাদিপুরের দুই যুবক অটো গাড়ি করে মাজদিয়ার ঘোষ পাড়ার ভেতর দিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বাধা দেয় পুলিশ। গাড়ি থামিয়ে চলে তল্লাশি। 

সেই তল্লাশিতেই দুই যুবকের কাছে থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। পাচারের উদ্দেশেই সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। চলছে জিজ্ঞাসাবাদ। দু’জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম বাসুদেব বিশ্বাস (২৪), অন্যজনের নাম দিলীপ দাস (২৩)। দু’জনেরই বাড়ি কৃষ্ণগঞ্জের কান্দিপুরে। ধৃতেরা কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা, তাঁদের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে কিছুদিন আগেই বারাসতের হৃদয়পুর মোড় থেকে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে STF ও বারাসাত থানার পুলিশ। দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৩৫ কেজি গাঁজা। অন্যদিকে এক মাস আগেই আবার অ্যাম্বলেন্স করে গাঁজা পাচারের ছক কষা হয়েছিল মালদহে। মৃতদের কফিনের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় ৬৪ কেজি গাঁজা। ওই ঘটনায় এক মহিলা সহ মোট চার পাচারকারীকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স।