Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duare Ration: দুয়ারে রেশন চাইতে গিয়ে মার জুটল বৃদ্ধের

Duare Ration: নদিয়ার ধানতলা থানার আরংঘাটা খোসালপুর গ্রামের ঘটনা। ইতিমধ্যেই ওই বৃদ্ধ অভিযুক্ত রেশন ডিলার রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Duare Ration: দুয়ারে রেশন চাইতে গিয়ে মার জুটল বৃদ্ধের
আহত বৃদ্ধ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 5:22 PM

নদিয়া: দুয়ারে রেশন (Duare Ration) ক্যাম্পে গিয়েছিলেন বৃদ্ধ। তবে সামগ্রীর পরিবর্তে জুটল মার। এমনটাই অভিযোগ করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ডিলার। নদিয়ার ধানতলা থানার আরংঘাটা খোসালপুর গ্রামের ঘটনা। ইতিমধ্যেই ওই বৃদ্ধ অভিযুক্ত রেশন ডিলার রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার হরনাথপুর খসালপুর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে রেশন আনতে যান ৭১ বছর বয়সী রঞ্জিত ঘোষ। অভিযোগ সেই সময়, রাজেশ নামের ওই ডিলার বৃদ্ধকে কম সামগ্রী দেন। পরে বৃদ্ধ প্রতিবাদ করলে তখনই ডিলার মারধর শুরু করে। এরপর ধাক্কা দিয়ে ফেলে দেয় তাঁকে।

পরে আশপাশের লোকজন এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে বিদ্যা আড়ংঘাটা সব্দালপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার বিবরণ জানিয়ে আমতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত রেশন ডিলার রাজেশ বিশ্বাস বলেন, “ওনার সাতটি কার্ডের মধ্যে একটি কার্ডে নাম রয়েছে ওনার বৌমার। ওই মহিলার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির দুটি কার্ড রয়েছে। তাই ওই কার্ডটি বাদ দিয়ে আমি তিরিশ কেজি মাল দিয়েছি। কোনও কম সামগ্রী দিইনি।” অপরদিকে, আহত বৃদ্ধ বলেন, “আমি যখন শুনলাম দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছে তখন আমি সেখানে যাই। এরপর কার্ড দেখানোর পর ওরা আমায় কুড়ি কেজি মাল দেয়। আমি ওদের জানাই যে আমি পঁয়ত্রিশ কেজি সামগ্রী পাব। কিন্তু ওরা তা দেয়নি। এরপর আমায় মারধর শুরু করে।”