Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IISER Kolkata: প্রতিবাদী গবেষকদের মুখে ‘নিষেধাজ্ঞা’, আইজার কলকাতায় কোন গোপন তথ্য লুকনোর চেষ্টা?

IISER Kolkata: শুভদীপের বিক্ষুব্ধ সহপাঠীদের অভিযোগ, কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সংবাদমাধ্যমের মুখ খোলা যাবে না। তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের।

IISER Kolkata: প্রতিবাদী গবেষকদের মুখে 'নিষেধাজ্ঞা', আইজার কলকাতায় কোন গোপন তথ্য লুকনোর চেষ্টা?
আইজার কলকাতা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2022 | 1:59 PM

নদিয়া: গবেষক ছাত্র শুভদীপ রায়ের রহস্যমৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হননি মূল অভিযুক্ত প্রফেসর চিরঞ্জীব মিত্র। সুইসাইট নোটে তাঁর নাম লিখে গিয়েছিলেন শুভদীপ। তাঁর বিরুদ্ধে উঠেছে আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগ। থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কেন এখনও গ্রেফতার হয়নি, তা নিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছিলেন শুভদীপের সহপাঠীরা। TV9 বাংলায় তুলে ধরা হয়েছিল তাঁদের প্রতিবাদের কথা। কিন্তু এখন সেই খবরের জেরেই শুভদীপের সহপাঠীদের মুখে কুলুপ আঁটার প্রচেষ্টা কর্তৃপক্ষের। অভিযোগ উঠছে তেমনটাই। শুভদীপের বিক্ষুব্ধ সহপাঠীদের অভিযোগ, কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সংবাদমাধ্যমের মুখ খোলা যাবে না। তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। আইজার কলকাতার ডিরেক্টর সৌরভ পালের পাল্টা বক্তব্য, “আমার মনে হয়, ওরা নিজেরাই কিছু বলতে চায় না। তাই জন্য এই কথা বলছে। আর এটা নিয়ে জেনারেল নির্দেশ আছে, সরকারি নির্দেশিকা। ছাত্র-শিক্ষক সবার জন্যই এই নিয়ম কার্যকরী। নতুন করে কোনও সার্কুলেশন জারি হয়নি।”

আইজারের গবেষক শুভদীপ রায়ের মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে প্রথম থেকেই। গত সোমবার গবেষকের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার থানায় অভিযোগ। তবে এখনও অভিযুক্ত গাইড চিরঞ্জীব মিত্রকে গ্রেফতার হননি। এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। যদিও ডিরেক্টর সৌরভ পাল বলেছেন, “ফ্যাক্ট চেকিং টিম তৈরি করা হচ্ছে। গোটা বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন। আমরা পুলিশকে তদন্তে সবরকম সাহায্য করব। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার প্রতিবাদে কল্যাণীর ক্যাম্পাসের গেটে শুক্রবার বিক্ষোভ দেখায় তৃণমূল।

আরও পড়ুন: IISER Kolkata: বাংলা মিডিয়ামের ছাত্র ইংরাজি বলতে অসুবিধায় পড়ছিল, আইজার কলকাতায় এর আগেও ঝরেছিল তরুণ প্রাণ!

আরও পড়ুন: Nadia PHD Student’s Mysterious Death: ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ল্যাব থেকে উদ্ধার গবেষক ছাত্রের দেহ! নোটে লেখা প্রফেসরের নাম