Nadia Murder: নদিয়ায় ধারাল অস্ত্র নিয়ে কোপ, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু মহিলার
Nadia: গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নদিয়া: রান্নার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মহিলা। আর সেই সময়ই ধারাল অস্ত্র নিয়ে মহিলার উপর একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাঁদামারি এলাকায়। বেলা মিত্র নগর এলাকায় ওই মহিলার উপর হামলা হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলার নাম পায়েল সিং। বয়স ৩২ বছর। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মহিলার ডান দিকের গাল দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। রাস্তা রক্তে ভেসে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে ওই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কল্যাণী থানার পুলিশ ইতিমধ্যেই ওই ঘটনায় মৃতার স্বামী মোহন সিংকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। প্রাথমিকভাবে জানা হিয়েছে ক্ষুর জাতীয় কোনও বস্তু দিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল ওই মহিলার উপর।
মৃতার স্বামী মোহন সিং পেশায় রংমিস্ত্রি। কেন এমন ঘটনা ঘটল, তা ভেবে কূল পাচ্ছেন না প্রতিবেশীরাও। আশপাশের লোকেরা বলছেন, ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কে কোথাও কোনও সমস্যা তাঁদের নজরে আসেনি। স্বামী-স্ত্রীর মধ্যে যথেষ্ট মিল ছিল। কোনওদিন বড়সড় কোনও অশান্তি বা ঝগড়াঝাটির কথাও তাঁরা শুনতে পাননি।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধে ৬ টা নাগাদ। রাস্তার ধারে যেখানে ওই মহিলা পড়েছিলেন, সেখানকার আশপাশের লোকেরাই বিষয়টি প্রথম দেখতে পান। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মনেও।