Madhyamik Exam: ট্রেন থেকে মুখ বাড়িয়ে থুতু ফেলতে গিয়ে বিপত্তি, আর ঘরে ফেরা হল না মাধ্যমিক পরীক্ষার্থীর
Madhyamik Exam: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কাঁকিনাড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেন থেকে বাইরে থুথু ফেলতে যায় ওই ছাত্র। তখনই ২৮ নম্বর রেলগেটের কাছে লাইনের ধারে থাকা পোস্টারে ধাক্কা লাগে ওই ছাত্রের। পড়ে যায় ট্রেন থেকে।
কাঁকিনাড়া: শুক্রবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। শনিবার ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। তাতেই যেন দুর্ঘটনার শেষ নেই। রাজ্যের নানা প্রান্ত থেকে এল দুর্ঘটনার খবর। কোথাও মাধ্যমিক পরীক্ষার্থীরা পেল চোট, কোথাও আবার গেল প্রাণ। শ্যামনগর হাইস্কুলে সিট পড়েছিল কাঁকিনাড়ার রাজকুমার সাউয়ের। পরীক্ষা শেষে ট্রেনে করে বাড়ি আসার পথে ঘটে বিপত্তি। কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে যায় রাজকুমার। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন।
ছেলেকে হারিয়ে শোকে পাথার পরিবারের সদস্যরা। শোকের ছায়া ভাটপাড়া ৫ নম্বর সাইটিংয়ের ৮ নম্বর ওয়ার্ডে। পরীক্ষার মাঝেই বিষাদের মেঘ রাজকুমারের বন্ধু-বান্ধবদের মনেও। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কাকিনাড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেন থেকে বাইরে থুতু ফেলতে যায় ওই ছাত্র। তখনই ২৮ নম্বর রেলগেটের কাছে লাইনের ধারে থাকা পোস্টারে ধাক্কা লাগে ওই ছাত্রের। পড়ে যায় ট্রেন থেকে।
এদিনই আবার একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে বীরভূমের নলহাটিতে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় প্রাণ গেল এক পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থীর নাম সুহানা পারভিন। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার মাঠকলিঠা গ্রামে। অন্যদিকে হুগলিতে আবার মাধ্যমিক পরীক্ষার হলে গার্ড দিতে এসে প্রসব যন্ত্রণায় পড়লেন শিক্ষিকা। হুগলির চুঁচুড়া বিদ্যামন্দির স্কুলে গার্ডের দায়িত্ব ছিল তাঁর। প্রসব যন্ত্রণা শুরু হতেই তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।