Mamata Banerjee: ‘মানুষের ভোটেই জিতবে!’ কৃষ্ণনগর থেকে মহুয়াকেই বাজি রাখছেন মমতা?

Mamata Banerjee: মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে ‘ঘুষ’ নিয়ে প্রশ্ন করার অভিযোগ তোলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই অভিযোগের ভিত্তিতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তদন্তে নামে  ‘এথিক্স কমিটি’।

Mamata Banerjee: 'মানুষের ভোটেই জিতবে!' কৃষ্ণনগর থেকে মহুয়াকেই বাজি রাখছেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 4:43 PM

নদিয়া: কৃষ্ণনগর থেকে লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই! শান্তিপুরের প্রশাসনিক সভার মঞ্চ থেকে একপ্রকার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তোমরা মহুয়াকে যতই তাড়িয়ে দাও, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,  মহুয়া মৈত্রর সংসদ পদ খারিজ নিয়ে  এদিনের আগে এতটা সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুরের মঞ্চ থেকে আরও একবার স্পষ্ট করলেন, “সবাই চোর নয়, মহুয়া মানুষের কাজ করছিলেন।” বিশ্লেষকদের কথায়,  আগামী লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের থেকে মহুয়াকেই আবার প্রার্থী করতে চলেছেন মমতা। তিনি ভবিষ্যদ্বাণীও করলেন, “মানুষের ভোটে মহুয়া জিতবেই।”

প্রসঙ্গত,  মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে ‘ঘুষ’ নিয়ে প্রশ্ন করার অভিযোগ তোলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই অভিযোগের ভিত্তিতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তদন্তে নামে  ‘এথিক্স কমিটি’। তাতে দোষী সাব্যস্ত হন মহুয়া। অতঃপর তৃণমূল নেত্রী মহুয়ার সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তখনও  মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন দলনেত্রী। এখনও দল মহুয়াকে নিয়ে ঠিক কী ভাবছে, তা এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এদিনের সভায় মহুয়া প্রসঙ্গ বলতে গিয়েও রানাঘাটের সাংসদকেও নাম না করে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই। মা বোনেরা ভালো করে জানেন তিনি কী, কী করে বেড়াচ্ছেন। প্লিজ, এবার কিন্তু রানাঘাটে দয়া করে আমাদের সমর্থন করবেন।”