Nadia: ভাগ্নীকে যৌন নির্যাতন করার দায়ে ১০ বছরের কারাদণ্ড
Nadia: নাবালিকা বাড়িতে এসে সবটা জানায়। তার পরিপ্রেক্ষিতেই হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চিরঞ্জিত ধরার নামে। তাকে আটক করে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন। পকসো আইনে মামলা রুজু হয়।

নদিয়া: ৯ বছর বয়সী একটি নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করার অপরাধে পকসো আইনে এক ব্যক্তি দশ বছরের কারাদণ্ডের নির্দেশ কল্যাণী আদালত। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা ঘটে। ৯ বছর বয়সী এক নাবালিকা নিগৃহীত হয়। দোষী চিরঞ্জিত ধারা নাবালিকার প্রতিবেশী। তাকে মামা বলে ডাকত ওই নাবালিকা। তাকে একটি পুতুল কিনে দেওয়ার নাম করে এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নির্যাতন করে চিরঞ্জিত।
নাবালিকা বাড়িতে এসে সবটা জানায়। তার পরিপ্রেক্ষিতেই হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চিরঞ্জিত ধরার নামে। তাকে আটক করে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন। পকসো আইনে মামলা রুজু হয়।
শুক্রবার এলডি এডিজে কল্যাণী কোট পকসো আইনের ধারায় চিরঞ্জিত ধারাকে দোষী সাব্যস্ত করে। শনিবার কল্যাণী কোটে অভিযুক্ত চিরঞ্জিত ধারাকে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করে আদালত। সঙ্গে ৫০০০ টাকা জরিমানা করা হয়।





