Nadia: সংশোধনাগারে স্বামীকে খাবার দিতে গিয়ে পেঁয়াজও দিয়েছিলেন স্ত্রী, কিন্তু সেই রহস্য! হাতেনাতে ধরা পড়লেন মহিলা
Nadia: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম শরমিনা বিবি। তাঁর বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তাঁর স্বামী মনিরুল শেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে।

নদিয়া: মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। জেলা বসেই সেই কারবার চালানোর উদ্দেশ্যে তাঁকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিলেন স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না, তার আগেই ধরা পরে গেলেন কারা রক্ষীদের কাছে, উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম শরমিনা বিবি। তাঁর বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তাঁর স্বামী মনিরুল শেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি।
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মনিরুলের স্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান এর পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্য জেল খানার কর্মীর হাতে তুলে দেন তিনি। খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায়, পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।





