Panchayat Elections 2023: ভোট লুঠে সাহায্যের অভিযোগ, নদিয়ায় পুলিশকে বেধড়ক মার
Panchayat Elections 2023: গ্রামবাসীদের দাবি, পুলিশ নাকি ভোট লুঠ করতে সাহায্য করছিলেন, সে কারণেই নাকি মারধর করেন গ্রামবাসীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নদিয়া: মালদহ থেকে মেদিনীপুর, শনিবার গোটা রাজ্য থেকে যে ভোটচিত্র উঠে এসেছে, তাতে অশান্তির ছাপ স্পষ্ট। শাসক-বিরোধী তরজাও চলছে তুমুল। পুলিশ কোথায় ছিল? তা নিয়েও প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে ভোটের দিনের একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, পুলিশকেই বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। গ্রামবাসীরা কার্যত মাটিতে ফেলে পেটাচ্ছে এক পুলিশকর্মীকে। একটি বাড়ির ভিতর ঢুকে কোন ক্রমে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ভোটের দিন নদিয়ার গাংনাপুর এলাকায় কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মী। গ্রামবাসীদের দাবি, পুলিশ নাকি ভোট লুঠ করতে সাহায্য করছিলেন, সে কারণেই নাকি মারধর করেন গ্রামবাসীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাংনাপুরের ২৭৯ নম্বর বুথে কর্তব্যরত ছিলেন কলকাতা পুলিশের কর্মী রাজু দাস। অভিযোগ, তাঁকেই মারধর করা হয় ভোটের দিন। গ্রামবাসীরা বলছেন, ওই দিন কিছু বহিরাগত বুথ দখল করতে যায় ওই দিন, আর সেই সময় ওই সশস্ত্র পুলিশ কর্মী ভয়ে বুথ ছেড়ে চলে যান। এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন তিনি।
এরপরই উত্তেজিত জনতা ওই পুলিশকর্মীকে বাড়ি থেকে বের করে বাঁশ দিয়ে মারধর করেন বলে অভিযোগ। তাঁদের দাবি, ভোট লুঠ করতে সাহায্য করেছিলেন ওই পুলিশ কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কর্মীকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। পুলিশ কর্মীকে মারধরে অভিযুক্তদের অনেকেই এলাকা ছাড়া বলে অভিযোগ।