Indian Railway: ১৪ বছর পর ট্রেনের চাকা গড়াল কৃষ্ণনগরের এই লাইনে, লোকাল ট্রেন দেখেই খুশি বাসিন্দারা

Indian Rail: পরবর্তী সময়ে কাজ শুরু করার পরও বিভিন্ন কারণে তা থমকে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকার পর কৃষ্ণনগর থেকে আমঘাটা প্রায় ৯ কিলোমিটারে রেলপথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। সেইমতো কাজ শুরু হয় জোরকদমে।

Indian Railway: ১৪ বছর পর ট্রেনের চাকা গড়াল কৃষ্ণনগরের এই লাইনে, লোকাল ট্রেন দেখেই খুশি বাসিন্দারা
কৃষ্ণনগরে চালু হল ট্রেনImage Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 5:43 PM

কৃষ্ণনগর: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কৃষ্ণনগর- আমঘাটায় গড়াল রেলের চাকা। খুশি এলাকার বাসিন্দারা। প্রায় ১৪ বছর পর চালু হল এই রেল লাইন। কৃষ্ণনগর- স্বরূপগঞ্জের মধ্যে একসময় ছিল রেলপথ। রেলমন্ত্রী থাকাকালীন সেই ন্যারোগেজ লাইনকে ‘ব্রডগ্রেজ’ করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের শিলান্য়াসও হয়েছিল। অবশেষে সব জট কেটে সম্পূর্ণ হয়েছে কাজ।

পরবর্তী সময়ে কাজ শুরু করার পরও বিভিন্ন কারণে তা থমকে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকার পর কৃষ্ণনগর থেকে আমঘাটা প্রায় ৯ কিলোমিটারে রেলপথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। সেইমতো কাজ শুরু হয় জোরকদমে।

রেলের কাজ সম্প্রতি জোরকদমে শুরু হলেও স্থানীয়দের মধ্যে ছিল ধোঁয়াশা। আসলে বেশ কিছু বছর আগেও এভাবেই রেল উদ্যোগ নিয়ে কাজ শুরু করলেও আবার তা বন্ধ করে দেয়। তবে বিভিন্ন মহল থেকে খবর আসছিল যে এবার লাইনে রেলের চাকা গড়াতে বদ্ধপরিকর রেল দফতর।

বুধবার ২৭ মার্চ রেল দফতরের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী কৃষ্ণ নগর-আমঘাটা লাইনের ৯ কিলোমিটার রেল পথে গড়াল রেলের চাকা। এলাকায় ব্রডগ্রেজের ট্রেন চলতে দেখে খুশি সকলেই। এদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে আমঘাটা রেল স্টেশনে পৌঁছয় ১১টি বগি বিশিষ্ট একটি লোকাল ট্রেন। পাশাপাশি আমঘাটা স্টেশন চত্বরকেও সাজিয়ে তোলা হয়েছিল।

এদিন ট্রায়াল হিসেবে এই বিশেষ ট্রেনটি চালানো হল। যাত্রী পরিষেবা দেওয়াও খুব শীঘ্রই শুরু হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত বাকি রেলপথের কাজও খুব শীঘ্র শুরু করার জন্য বিশেষ পদক্ষেপ করা হয়েছে রেলের তরফে।