Nadia: IPL টিকিট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে এবার উঠল চাকরি চুরির অভিযোগও
Ranaghat: প্রসেনজিৎ মণ্ডল নামে এক যুবক গত ৬ মে রানাঘাট পুরসভার কাজে যোগ দিতে গিয়েছিলেন। আর সেখানেই প্রথমে বিষয়টি ধরা পড়ে। প্রসেনজিৎ নামে ওই যুবকের কাছে যেসব কাগজপত্র ছিল, সেখানে সিল ও সই সবই দেখা যায় জাল। সেই সূত্র ধরে তদন্ত এগোতেই উঠে আবার উঠে আসে এই আইপিএল টিকিট জালিয়াতিতে অভিযুক্ত বিক্রম দাসের নাম।
রানাঘাট: আইপিএল-এর টিকিট জাল (Fake IPL Tickets) করার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা বিক্রম সাহা। এবার চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এবার বিক্রম সাহাকে নিজেদের হেফাজতে নিল রানাঘাট থানার (Ranaghat Police Station) পুলিশ। আইপিএলের চলতি মরশুমে গত ২৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলা ছিল চেন্নাই সুপার কিংসের। অভিযোগ, সেই হাইভোল্টেজ ম্যাচের টিকিট জাল করে বিক্রি করেছিলেন তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা বিক্রম সাহা। সেই অভিযোগের ভিত্তিতে ৪ মে তাহেরপুরের বাসিন্দা বিক্রমকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসাররা। ওই ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এবার সেই বিক্রমের বিরুদ্ধেই চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ।
জানা যাচ্ছে, প্রসেনজিৎ মণ্ডল নামে এক যুবক গত ৬ মে রানাঘাট পুরসভার কাজে যোগ দিতে গিয়েছিলেন। আর সেখানেই প্রথমে বিষয়টি ধরা পড়ে। প্রসেনজিৎ নামে ওই যুবকের কাছে যেসব কাগজপত্র ছিল, সেখানে সিল ও সই সবই দেখা যায় জাল। সেই সূত্র ধরে তদন্ত এগোতেই উঠে আবার উঠে আসে এই আইপিএল টিকিট জালিয়াতিতে অভিযুক্ত বিক্রম দাসের নাম। রানাঘাট থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। সেই অভিযোগ দায়ের হওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করে রানাঘাট থানার পুলিশ।
নতুন এই মামলায় তদন্তের স্বার্থে ধৃত বিক্রম সাহাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য রানাঘাট আদালতে আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত বিক্রম সাহাকে দমদম সংশোধনাগার থেকে রানাঘাট আদালতে পেশ করা হয় এবং বিচারক বিক্রমের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত বিক্রম দাসকে জেরা করে এই চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগের নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।