Kalyani: গাছে ঝুলছে কঙ্কাল, নীচে মদের বোতল… মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়তেই নজরে এল পুলিশের
Kalyani: যে কঙ্কালটি উদ্ধার হয়েছে, সেটির গায়ে কোনও মাংস আর অবশিষ্ট নেই। শুধুই হাড়গোড়। সূত্রের খবর, কঙ্কালের অবস্থা দেখে পুলিশকর্মীরা অনুমান করছেন, সেটি প্রায় দুই-আড়াই মাস ধরে পচেছে।
কল্যাণী: কল্যাণী (Kalyani) জেআইএস মোড় থেকে এসপি অফিসের দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) ধরে এগিয়ে গেলে রাস্তার এক ধার দিয়ে কেবলই ঝোপ-জঙ্গল। সাধারণ মানুষের বাস সেই তল্লাটে নেই। এদিন দুপুরে হঠাৎই ওই ঝোপ-জঙ্গল থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে থাকে। মাংস-পচা গন্ধ। সন্দেহ হয় পথচলতি মানুষের। দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি নজরে আসে জেআইএস মোড়ে থাকা কর্তব্যরত সিভিকদের। তারাই খবর দেন কল্যাণী থানায় (Kalyani Police Station)। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঝোপ-জঙ্গলের মধ্যে ঢুকতেই উদ্ধার হয় এক কঙ্কাল। গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় ওই কঙ্কালটিকে উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। যে কঙ্কালটি উদ্ধার হয়েছে, সেটির গায়ে কোনও মাংস আর অবশিষ্ট নেই। শুধুই হাড়গোড়। সূত্রের খবর, কঙ্কালের অবস্থা দেখে পুলিশকর্মীরা অনুমান করছেন, সেটি প্রায় দুই-আড়াই মাস ধরে পচেছে।
পুলিশকর্মীরা ওই কঙ্কালটি উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, যে গাছটি থেকে ওই কঙ্কালটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে, তার তলাতেই পড়ে ছিল একটি মদের বোতল। তাছাড়া বেশ কিছু কাগজপত্রও উদ্ধার হয়েছে। কঙ্কালটির গায়ে পরনে ছিল একটি গেঞ্জি। একটি ক্যাথিড্রালও ছিল। সূত্রের খবর, সেই ক্যাথিড্রাল দেখে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কঙ্কালটি কোনও অসুস্থ মানুষের হতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। মৃতের নাম-পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হল সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
জানা যাচ্ছে, যে এলাকায় ওই ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও জনবসতি নেই। রাস্তার ধারে ঝোপ-জঙ্গলের মধ্যে পড়েছিল দেহটি। লোকজনের বাস সেই অর্থে না থাকার কারণে এতদিন ধরে কেউ কোনও দুর্গন্ধ পাননি। এদিন দুপুরে হঠাৎ করেই বিকট দুর্গন্ধ ভেসে আসায় জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই কঙ্কালটির সন্ধান পাওযা যায়।