Tapas Saha: পাত পেড়ে খাসির মাংস-ভাত খাওয়াচ্ছেন তাপস, CBI চলে যেতেই ‘ফুরফুরে’ মেজাজে বিধায়ক

Tapas Saha: এদিন সিবিআই বাড়ি থেকে চলে যেতেই যেন স্বস্তি ফিরে পেয়েছেন তাপস। সন্ধেয় তাই দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন করলেন বিধায়ক তাপস সাহা। পাত পেরে মাংস-ভাত খাওয়ানোর বন্দোবস্ত করলেন তিনি।

Tapas Saha: পাত পেড়ে খাসির মাংস-ভাত খাওয়াচ্ছেন তাপস, CBI চলে যেতেই 'ফুরফুরে' মেজাজে বিধায়ক
বিধায়ক তাপস সাহা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 11:57 PM

তেহট্ট: শুক্রবার দুপুর থেকে ধকল কম যায়নি তেহট্টর বিধায়ক তাপস সাহার (Tapas Saha)। সিবিআই (CBI) শুধু তাঁর বাড়িতেই হানা দেয়নি, তাঁকে সঙ্গে করে নিয়ে ছুটেছে বেতাই ডক্টর বি আর আমবেদকর কলেজেও। সেখানেও একপ্রস্থ খোঁজাখুঁজির পর গভীর রাতে আবার সিবিআই টিম তাঁকে নিয়ে ফিরেছে কড়ুইগাছির বাড়িতে। শরীরের উপর ধকল তো পড়ারই কথা। গতকাল সিবিআই হানার পর বেশ বিধ্বস্তও দেখাচ্ছিল তাঁকে। কিন্তু এদিন সিবিআই বাড়ি থেকে চলে যেতেই যেন স্বস্তি ফিরে পেয়েছেন তাপস। সন্ধেয় তাই দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন করলেন বিধায়ক তাপস সাহা। পাত পেরে মাংস-ভাত খাওয়ানোর বন্দোবস্ত করলেন তিনি। নিজে হাতেই নৈশভোজের পরিবেশন করেন বিধায়ক।

জানা যাচ্ছে, শনিবার সকালে সিবিআই টিম কড়ুইগাছির বাড়ি থেকে চলে যাওয়ার কিছু সময় পর বিধায়ক মশাই বেরোন ফোন কিনতে। তেহট্টের বেতাই এলাকায় একটি ফোন কিনতে গিয়েছিলেন তিনি। সেখানে মোবাইল কেনার পর কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই লক্ষ্যে দলীয় কর্মীদের কী কী করণীয় তা নিয়েও আলোচনা করেন। ইদের শুভেচ্ছা বিনিময়ও করেন সকলের সঙ্গে। সেই সময়েই বিধায়ক তাপস সাহা সকলকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। জানা যাচ্ছে, ইদ উপলক্ষে বিধায়ক সাধারণ মানুষকে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলীয় কর্মীদের উদ্যোগেই গোটা ব্যবস্থাপনা। জানা যাচ্ছে দুটি গোটা খাসির মাংসের বন্দোবস্ত করা হয়েছে এদিনের এলাহি ভূরিভোজে।

উল্লেখ্য, গতকাল যখন কেন্দ্রীয় গোয়েন্দা দল হঠাৎ তাঁর বাড়িতে হানা দিয়েছিল, তখন থেকেই বেশ বিধ্বস্ত দেখা গিয়েছে বার বার। কিন্তু আজ সিবিআই চলে যাওয়ার পর আবার চেনা ছন্দে বিধায়ক মশাই। শারীরিক ধকল রয়েছে কি না বোঝা মুশকিল, তবে মানসিকভাবে বেশ চনমনে বিধায়ক। নিজের হাতেই সকলকে খাবার পরিবেশন করে দিলেন তাপস সাহা।