Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Saha: ‘উপঢৌকন পেয়েছে অফিসার, তার ভিত্তিতেই তদন্ত’, কেন রাজ্য পুলিশ সক্রিয়, খোলসা করলেন শাসক বিধায়ক

Tapas Saha: "শীর্ষ নেতৃত্ব বলতে কী বোঝেন? দিদিকে ছাড়া কোনও কথা হবে না। দিদির পর কাউকে মনে করি না। কারণ কেউ তো কথা বলে না আমার সঙ্গে।"

Tapas Saha:  ‘উপঢৌকন পেয়েছে অফিসার, তার ভিত্তিতেই তদন্ত’, কেন রাজ্য পুলিশ সক্রিয়, খোলসা করলেন শাসক বিধায়ক
তৃণমূল বিধায়ক তাপস সাহা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 5:14 PM

তেহট্ট: নিয়োগ দুর্নীতিতে আপাতত প্যাঁচে তেহট্টের বিধায়ক তাপস সাহা। তাঁর বিরুদ্ধে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে যান তাঁর বাড়িতে। সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, রাজ্য দুর্নীতি দমন শাখাও তদন্ত করতে এসেছিল। কিছু পায়নি। সিবিআই-ও পাবে না। আত্মবিশ্বাসী তাপস। বুধবার সকালে TV9 বাংলার প্রতিনিধি যখন তাঁর দুয়ারে, তিনি সাদরে তাঁকে আমন্ত্রণ করেন। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর তার ওপরে হলদেটে গামছা। ওই অবস্থাতেই সাক্ষাৎকার দেন তিনি।

সিবিআই তদন্তের নির্দেশে তাপস সাহার প্রতিক্রিয়া, “স্বাগত জানাচ্ছি। অ্যান্টি করোপাশন বোর্ড ডেকেছে। আমি গিয়েছে। যা জানতে চেয়েছে বলেছিলাম। সহযোগিতা করেছি। সিবিআইকেও সহযোগিতা করব। তারা প্রকৃত জানতে পারবে, তাপস সাহা কোনও কিছু পাওয়ার জন্য রাজনীতি করতে আসেননি।” এর পিছনে বড় রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বও খাঁড়া করেন তিনি। বিধায়ক বলেন, “পলাশিপাড়ায় দাঁড়িয়ে আছি। গোটা তৃণমূল কিন্তু আমার অ্যান্টি। ২০১১ সালে যাঁরা তৎকালীন তৃণমূল কর্মী ছিলেন, গৌরীশঙ্কর দত্তর কাছে, তাঁরা চাইল, এখান থেকে শেষ করে দিতে হবে তাপস সাহাকে। টিনা সাহা ভৌমিক জেলা পরিষদের সদস্যা বিজেপির সঙ্গে হাত মেলালেন। তাপসকে যাতে হারানো যায়, তাঁর চেষ্টা করলেন। পারেননি। এবার কালিমালিপ্ত করার চেষ্টা।” দল সম্পর্কে বলতে গিয়ে তাপস বলেন, “জীবনে এক ছটাক জমি কিনিনি আমি। আমার কোনও ব্যাঙ্ক ব্যালেন্স নেই। জীবনে শুধু রাজনীতিতে দিয়ে গিয়েছি।”

কিন্তু তাপস সাহার বিরুদ্ধে এত অভিযোগ কেন? প্রশ্ন করতে তিনি বলেন, “রাজনৈতিকভাবে বিজেপি পারেনি, সিপিএম পারেনি, কংগ্রেসীরা পারেনি। তৃণমূলের আদার্স গ্রুপ এখন উঠেপড়ে লেগেছে।” তৃণমূলের একমাত্র বিধায়কের বিরুদ্ধে কেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্ত করল? এই প্রসঙ্গেও রীতিমতো চাঞ্চল্যকর দাবি করলেন বিধায়ক। তাঁর বক্তব্য, “অফিসার ডুনা বসাক কিছু উপঢৌকন দিয়েছে টিনা সাহা ভৌমিক। লজে বসে মিটিং করেছে। তার ভিত্তিতে তদন্ত হয়েছে।”

তাপস সাহার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ টিনা সাহা ভৌমিক। বরং তাপস সাহা তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, “আমাকে খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিলেন তাপস সাহা। তা না পেরে আমার নামে লিফলেটও বিলি করেছিলেন।” রাজনীতির ময়দানে তাঁর সঙ্গে পেরে উঠতে না পেরেই তাপস সাহা এসব করছেন বলে দাবি টিনা সাহার। একইসঙ্গে প্রতারিতদের আশ্বাস দিয়ে তিনি বলেন, “রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। সঠিক বিচার পাবেন।”

গত বছর, তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। আগে এই মামলার তদন্ত করছিল রাজ্য দুর্নীতি দমন শাখা। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে, নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। রাজ্য দুর্নীতি দমন শাখার হাত থেকে তদন্তভার সিবিআই-এর হাতে যায়। নথি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।