Crime news: রাত থেকে একটানা বাজচ্ছে মাইক! প্রতিবাদ করতেই…
Nadia: ওই ব্যক্তির বাড়িতে অসুস্থ মানুষ রয়েছেন।
নদিয়া: আজ বর্ষবরণ। উৎসবে মেতেছে বাঙালি। কোথাও পিকনিক, কোথাও চলছে বিভিন্ন অনুষ্ঠান। তার মধ্যেই হল বিপত্তি। পাড়ার মধ্যে চলছে জোরে মাইক। সেই ঘটনার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক ব্যক্তি।
ঘটনাটি শান্তিপুর থানার টেংরি ডাঙা এলাকার। ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাস করেন সমিরউদ্দিন মণ্ডল। অভিযোগ, গতকাল রাত থেকেই তার বাড়ির সামনে বেশ কয়েকজন যুবক তারস্বরে মাইক বাজাচ্ছিল। যার জেরে টেকা দায় হয় পড়েছিল বাড়িতে। এবার সমিরউদ্দিন সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে তার উপরে চড়াও হয় যুবকের দল। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁরা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সমিরউদ্দিন। তাঁর চিৎকারে এলাকায় ছুটে আসেন পরিবারের লোকজন। তখনই ওই যুবকের দল ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আহত সমিরউদ্দিন মণ্ডল বলেন, “গতকাল রাত ন’টার সময় থেকে আমার বাড়ির পাশে জোরে-জোরে মাইক বাজায় এলাকার কয়েকজন যুবক। আমি ওদের বারণ করি যাতে মাইকটা এখানে না বাজিয়ে একটু দূর্ গিয়ে বাজায়। কারণ আমার বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে। কিন্তু ওরা আমার পুরো কথা শোনার আগেই আমার উপর চড়াও হয়। আমায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। গতকাল রাতেও আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আজ সকালে ছাড়া পেয়ে থানায় অভিযোগ জানিয়েছি।”
এরপর সমিরউদ্দিন মণ্ডলকে উদ্ধার করে তৎক্ষনাৎ শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আজ সকাল পর্যন্ত তিনি শান্তিপুর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার দুপুর নাগাদ শান্তিপুর থানার দ্বারস্থ হন তিনি। পুরো বিষয়টি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
এদিকে, ট্রেন পরিষ্কারের দাবিতে ব্যস্ত সময়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। যার কারণে গতকাল ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা। রানাঘাট স্টেশনে সাতসকালে উত্তেজনা তৈরি হয়। ব্যহত হয় রানাঘাট শিয়ালদা শাখার সমস্ত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনগুলি।
বিক্ষোভকারীদের দাবি জানাতে থাকেন যে, সকাল সাত’টার রানাঘাট শিয়ালদা লোকাল অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তাঁদের যাতায়াত করতে হয়। এতে তাঁদের ভীষণ অসুবিধা হয়। একাধিকবার এই নিয়ে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু কোনও সুরাহা হয়নি।
নিত্যযাত্রীরা জানাচ্ছেন, বর্তমানে এই ট্রেনটি লালগোলা থেকে রানাঘাট আসে। তারপর এটি শিয়ালদা যায়। এই ট্রেনটি যখন লালগোলা থেকে আসে তখন অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। প্রচণ্ড ভিড়ও হয় ট্রেনে। ফলে রানাঘাট থেকে যাত্রীদের উঠতে খুব অসুবিধা হয়। তাঁদের যাতায়াতে মারাত্মক অসুবিধা হয়।