Krishnanagar Local: কৃষ্ণনগর লোকালের ধাক্কায় ঝরল রক্ত, খড়দায় লাইন পার করতে দিয়ে মৃত্যু ২ জনের
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লাইন পারাপার করার সময় অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। মৃতদের মধ্যে একজনের বাড়ি কামারহাটি, অন্যজনের খড়দায়।
খড়দা: লাগাতার সতর্কতামূলক প্রচার, বিজ্ঞাপন, পুলিশি প্রহরা বাড়ানো, সবকিছু করেও যেন কিছুতেই কোনও কাজ হচ্ছে না। ফের ট্রেনের ধাক্কায় (Train Accident) প্রাণ গেল শিয়ালদা শাখায়। শনিবার রাতে খড়দা স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শিয়ালদা-কৃষ্ণনগর গ্যালোপিং লোকালের (Krishnanagar Local) ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় খড়দা স্টেশনে। মৃতদেহ ঘিরে জমে যায় ভিড়। বেশ কিছুক্ষণ লাইনে মৃতদের পরে থাকার পর তা উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লাইন পারাপার করার সময় অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন রয়েছেন কামারহাটির বাসিন্দা মহম্মদ ইমরান। বয়স ৩২। অন্য আর একজন খড়দার বাসিন্দা গীতা দেবী। বয়স ৭০। সূত্রের খবর, তখন খড়দায় ঢুকছিল আপ শিয়ালদা-কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল। কিন্তু, লাইন পারাপার করতে গিয়ে সেদিকে খেয়াল ছিল না দুজনেরই। তখনই ঘটে যায় দুর্ঘটনা।
এ ঘটনার পর সন্ধ্যা নাগাদ প্রায় আধ ঘণ্টা ওই শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়। আশেপাশের সমস্ত স্টেশনেই ভিড় বাড়তে থাকে অফিস ফেরত যাত্রীদের। এদিকে খোলা লাইনে পারাপার না করার জন্য বারেবারেই সতর্ক করা হয় রেলের তরফে। কিন্তু, তাতেও যে হুঁশ ফেরে না সাধারণ মানুষের তাই যেন বারবার প্রমাণ করে দেয় এই ধরনের ঘটনাগুলি।