Abhishek Banerjee: আজ অভিষেকের বড় মা দর্শন, নেপথ্যে আদৌ কি কোনও সমীকরণ?

Abhishek Banerjee: এপ্রসঙ্গে উল্লেখ্য মন্দির উদঘাটনের দিনই যাওয়ার কথা ছিল অভিষেকের । কর্মসূচি থাকায়  সেদিন যেতে পারেননি অভিষেক। অভিষেকের জন্মদিনে ওই মন্দিরে যজ্ঞ করেছিলেন পার্থ ভৌমিক-সহ অন্যান্য অভিষেক অনুগামীরা।

Abhishek Banerjee: আজ অভিষেকের বড় মা দর্শন, নেপথ্যে আদৌ কি কোনও সমীকরণ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 2:07 PM

নৈহাটি: বড় মা-র নব নির্মিত মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নৈহাটি জুড়ে কড়া নিরাপত্তা। তবে অভিষেকের ব্যারাকপুর সাব ডিভিশনের নৈহাটি যাওয়ার পিছনে রাজনীতির গভীর সমীকরণ দেখছেন রাজনীতির বিশেষজ্ঞরা। বিগত নির্বাচনে এই ব্যারাকপুর অঞ্চলে বিজেপির বাড়বাড়ন্ত দেখেছিল রাজ্য রাজনীতি। তবে স্থানীয় রাজনীতির সমীকরণ বলছে, সেই বাড়বাড়ন্ত  বর্তমানে তলানিতে। একুশের বিধানসভা নির্বাচনেই তার ফল পড়েছে।

এদিকে, ওই এলাকায় বিজেপির সেনাপতির ভূমিকা পালন করা অর্জুন সিংও এখন তৃণমূলে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আপাতভাবে বারাকপুরে বিজেপি ব্যাকফুটে। তবে রাজ্যের বিরোধী দল যেভাবে ‘মন্দির আবেগ’কে বারে বারে ব্যবহার করে, তাতে বিশ্লেষকরা মনে করছেন, নৈহাটির বড়মা আবেগ বড়সড় হাতিয়ার হতে পারে তৃণমূলের।

বিশেষজ্ঞদের নৈহাটিতে পুজো দর্শনের পাশাপাশি  জন সংযোগের ওপরেও নজর দিয়েছেন অভিষেক। তাই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরকে যেমন তুরুপের তাস বলে মনে করছে গেরুয়া শিবির । ঠিক তেমনই বারাকপুর নৈহাটির বিস্তৃত অঞ্চলে জনমানসে গভীর প্রভাব ফেলতে পারে বড় মার নব নির্মিত এই মন্দির। পালে বাতাস তুলতে পারে তৃণমূল। সেদিক থেকে এই মন্দির নির্মাণ এবং অভিষেকের সেখানে পুজো দিতে যাওয়া গভীর তাৎপর্যপূর্ণ  বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এপ্রসঙ্গে উল্লেখ্য মন্দির উদঘাটনের দিনই যাওয়ার কথা ছিল অভিষেকের । কর্মসূচি থাকায়  সেদিন যেতে পারেননি অভিষেক। অভিষেকের জন্মদিনে ওই মন্দিরে যজ্ঞ করেছিলেন পার্থ ভৌমিক-সহ অন্যান্য অভিষেক অনুগামীরা। অভিষেকের মন্দির দর্শন ঘিরে অপেক্ষায় নৈহাটি। তবে সূত্রের খবর, অভিষেকের নৈহাটির বড় মা দর্শন ছাড়া তাঁর আর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।