Sandeshkhali: ‘চিমটি কেটেছে পুলিশ, খামচেও দিয়েছে’, অভিযোগ বিজেপি নেত্রীর

Sandeshkhali: প্রিয়াঙ্কার অভিযোগ, পুরুষ পুলিশ কর্মীরা তাঁর গায়ে হাত তোলেন। প্রিয়াঙ্কার প্রশ্ন, "মেয়েদের গায়ে যে পুরুষ পুলিশ এভাবে হাত দিতে পারে ভাবতে পারি না। ন্যাজাট থানার পুলিশকে কি এখানে আঁচড়ানো কামড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়? ঘুষ নিয়ে চাকরি দেয় কি তৃণমূলের দালালি করার জন্য?"

Sandeshkhali: 'চিমটি কেটেছে পুলিশ, খামচেও দিয়েছে', অভিযোগ বিজেপি নেত্রীর
বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 8:23 PM

সন্দেশখালি: পুলিশের বিরুদ্ধে চিমটি কাটার অভিযোগ তুললেন বিজেপি নেত্রী। অভিযোগ, খামচে দেওয়ার, এমনকী শাড়ি ধরে টানাটানি করারও। বৃহস্পতিবার সন্দেশখালির ন্যাজাটে থানায় ডেপুটেশন দিতে গিয়েছিল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাঁদের আটকে দিলে মাঝ পথে বসে পড়েন সুকান্ত। তার আগে এবং পরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা চলে।

এরইমধ্যে বিজেপির বসিরহাট জেলার সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল ডেপুটেশন দেওয়া। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে এই ডেপুটেশন দেওয়ার কথা ছিল। আর তো কিছু না। সন্দেশখালিতে পুলিশ যা করল লজ্জার। আমাকে খামচে দিয়েছে। খামচেছে, শাড়ি ধরে টানাটানি করেছে।”

প্রিয়াঙ্কার অভিযোগ, পুরুষ পুলিশ কর্মীরা তাঁর গায়ে হাত তোলেন। প্রিয়াঙ্কার প্রশ্ন, “মেয়েদের গায়ে যে পুরুষ পুলিশ এভাবে হাত দিতে পারে ভাবতে পারি না। ন্যাজাট থানার পুলিশকে কি এখানে আঁচড়ানো কামড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়? ঘুষ নিয়ে চাকরি দেয় কি তৃণমূলের দালালি করার জন্য? আমি মামলা করব। এক মহিলার সঙ্গে এরকম ব্যবহার কী করে করল? কীভাবে চিমটি কাটল?”