TMC Khardah: টাকা চেয়ে চাপ! বাবা-ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে

TMC Khardah: গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, দোকানটি তাঁর থেকে ভাড়া নিয়েছেন ওই ব্যবসায়ী।

TMC Khardah: টাকা চেয়ে চাপ! বাবা-ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 3:19 PM

খড়দহ: ব্যবসায়ীকে মারধর ও দোকান থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী ও তাঁর মেয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তর ২৪ খড়দহ এলাকায়। পানিহাটির বাসিন্দা ব্যবসায়ী মানিক বোস ও তাঁর ছেলে প্রশ্নাতীত বোস খড়দহ বি টি রোডের ওপর এটি মুরগির দোকান চালান। অভিযোগ, খড়দহ এলাকার তৃণমূল নেত্রী রাখি দত্ত পাল ও তাঁর মেয়ে অলিভিয়া পাল বাবা ও ছেলেকে দোকান থেকে উচ্ছেদ করার হুমকি দেন। তৃণমূল নেত্রী প্রথমে ব্যবসায়ীর কাছ থেকে মাসে তিন হাজার টাকা করে নিতেন বলে অভিযোগ। সেই তিন হাজার টাকার জায়গায় ছ হাজার টাকা দিতে হবে বলে ওই ব্যবসায়ীকে তৃণমূল নেত্রী চাপ দিচ্ছিলেন বলে অভিযোগে জানিয়েছেন প্রশ্নাতীত।

ব্যবসায়ী রাজি না হওয়ায় প্রথমে হুমকি দেওয়া হয়। তারপর দোকানের সামনে গিয়ে মারধর করারও অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী ও তাঁর মেয়ের বিরুদ্ধে। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী বাবা ও ছেলে। খড়দহ পুরসভা থেকে শুরু করে খড়দহ থানা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, দোকানটি তাঁর থেকে ভাড়া নিয়েছেন ওই ব্যবসায়ী। এখন তাঁকে উঠে যেতে বলা হলেও সেই ব্যবসায়ী কোনওভাবে উঠছেন না। তাঁদেরকে কোনও হুমকি বা মারধর করা হয়নি বলে দাবি করেছেন তিনি। গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা বলেন, ‘মানুষের ভোটে জিততে পারেননি বলে কি মানুষের টাকা চুরি করতে পারবেন না? লুঠ করতে পারবেন না? এই সরকারের আমলে তো তা হতে পারে না।’