TMC Leader Joins BJP : ‘দলে থেকে কাজ করতে পারছি না’, পঞ্চায়েতের আগে ৪০০ কর্মী নিয়ে বিজেপিতে বাগদার তৃণমূল নেত্রী

TMC Leader Joins BJP : বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির জেলা নেতৃত্বের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন শান্তনা মণ্ডল। তাঁর সঙ্গেই পদ্ম শিবিরে যোগ দেন আরও চারশো কর্মী।

TMC Leader Joins BJP : ‘দলে থেকে কাজ করতে পারছি না’, পঞ্চায়েতের আগে ৪০০ কর্মী নিয়ে বিজেপিতে বাগদার তৃণমূল নেত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2023 | 11:50 PM

বাগদা : সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। ভোটের আবহে তপ্ত হচ্ছে বাংলার রাজনৈতিক ময়দান। প্রচারে ঝড় তুলতে মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা। এরইমধ্যে বিজেপির (BJP) তারকা সাংসদ হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) তৃণমূলে (Trinamool Congress) যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে তবে শক্তি বৃদ্ধি হচ্ছে বিজেপিরও। রাজ্যের একাধিক প্রান্তে বহু তৃণমূল কর্মীই দল ছেড়ে যোগদান করছেন বিজেপিতে। এদিন সেই ছবিই দেখা গেল বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েত। পঞ্চায়েতের তৃণমূল সদস্য সান্তনা মণ্ডলের নেতৃত্বে এদিন ৪০০ জন তৃণমূল কর্মী দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। যা নিয়ে জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।

বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির জেলা নেতৃত্বের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন শান্তনা মণ্ডল। তাঁর সঙ্গেই পদ্ম শিবিরে যোগ দেন বাকিরা। যোগদান শেষে শান্তনা মণ্ডল রীতিমতো চাঁচাছোলা ভাষায় উগরে দেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। তাঁর স্পষ্ট দাবি, “কাজ করতে পারছিলেন না তৃণমূলে থেকে। মূলত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদেই তাঁদের এই দলবদল। তিনি বলেন, আমি ২০১৮ সালে জিতেছিলাম। কিন্তু, সেই অর্থে মানুষের কোনও কাজ করতে পারিনি। তাই ভারতীয় জনতা পার্টিকে ভালবেসে কাজ করার ইচ্ছাতেই এখানে যোগ দিলাম। আমার সঙ্গে আরও চারশো জন দলবদল করেছেন।” তবে পাল্টা শান্তনা দেবীর বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহাকে। তাঁর স্বামীর বিরুদ্ধে তুলেছেন দুর্নীতির অভিযোগ। এমনকী চারশো নয়, জনা পনেরো জন বিজেপিতে যোগ দেন বলে তাঁর দাবি। 

তীব্র কটাক্ষবাণ শানিয়ে পরিতোষ বলেন, “ওই পঞ্চায়েত সদস্যের স্বামী নানা দুর্নীতির সঙ্গে যুক্ত, চোরাচালানের সঙ্গে যুক্ত। আমরা একাধিকবার তাকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম। এখ তিনি বিজেপির ওয়াশিং মেশিনে যোগদান করে নিজেকে সাদা করার চেষ্টা করছেন। ওখানে ১৫-২০ জন সমর্থক ছিল ৪০০ জন নয় ।”