Arjun Singh: আজই কি নেত্রীর সঙ্গে বৈঠক? নবান্নে যেতে পারেন অর্জুন সিং
Arjun Singh: অর্জুনের ঘর ওয়াপসি নিয়ে তৃণমূলেরই একাংশ বলছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কর্মীরা একজন অভিভাবক পেলেন। এলাকায় সংগঠনটা নতুনভাবে বাঁধবেন অর্জুন সিং, আশাবাদী দলীয় কর্মীরাই।
উত্তর ২৪ পরগনা: পদ্মশিবিরের সঙ্গ ত্যাগ করে রবিবারই ঘরওয়াপসি হয়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে অর্জুন সিংয়ের। নেত্রীর সঙ্গে দেখা করতে, আজই নবান্নে যেতে পারেন অর্জুন সিং। সাংসদের ঘনিষ্ঠ মহল ও পরিবার সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ব্যারাকপুর সাংগঠনিক এলাকায় দলীয় কার্যালয়ে বিধায়ক, পৌরপ্রধান, দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অর্জুন সিং। সূত্রের খবর, অর্জুন সিং গোষ্ঠীকোন্দল ভেঙে সংগঠনকে মজবুত করতে বিশেষভাবে তৎপর। আর সেদিকেই প্রথম থেকে নজর দিচ্ছেন তৃণমূল নেতা।
অর্জুনের ঘর ওয়াপসি নিয়ে তৃণমূলেরই একাংশ বলছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কর্মীরা একজন অভিভাবক পেলেন। এলাকায় সংগঠনটা নতুনভাবে বাঁধবেন অর্জুন সিং, আশাবাদী দলীয় কর্মীরাই।
অর্জুন সিং ঘরে ফিরে এলেও, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০১৯ সালের আগে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। বিজেপির টিকিটেই জিতেছিলেন। কিন্তু এবার দলবদলের পর তিনি কি সাংসদ পদ ছেড়ে দেবেন? অর্জুন সিং অবশ্য আগেই এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছিলেন এমন দুজন সাংসদ রয়েছেন যারা বর্তমানে বিজেপি করছেন।তারা রিজাইন করুক। আমার একঘণ্টা লাগবে না।”
তৃণমূলে যোগদানের পর থেকেই পোড়খাওয়া রাজনীতিবিদ হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, নিজের এলাকায় বিজেপিকে চাপে রাখবেন তিনি। অর্জুন সিংরের বক্তব্য, ” বিজেপির কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমি মুখ খুললে অনেকেরই চাকরি চলে যাবে। রাজনীতি করতে গেলে ব্যাকাপ লাগে। ব্যাকাপ না থাকলে রাজনীতি করা যায় না।” তবে প্রশ্ন হচ্ছে, যাঁরা সেসময় তাঁকে অনুসরণ করে বিজেপি এসেছিলেন, তাঁদের কী হবে? বিশ্লেষকদের মতে, ফুল বদলে রীতিমতো ভোলবদল করেছেন অর্জুন সিং। নেত্রীর সঙ্গে বৈঠকে তিনি তাঁর রণনীতির পরবর্তী পর্যায় নিয়েই আলোচনা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।