Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের ফল প্রকাশ হতেই বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাটপাড়া

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে বিজেপি প্রার্থী পবন সিং।

ভোটের ফল প্রকাশ হতেই বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাটপাড়া
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: May 03, 2021 | 7:21 PM

উত্তর ২৪ পরগনা: ভোটের (Assembly Election Result 2021) ফল প্রকাশের পরও দফায় দফায় হিংসা রাজ্যজুড়ে। এবার ভাটপাড়ায় পড়ল বোমা। ভোটের সময় থেকেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বার বার হিংসার ছবি ধরা পড়েছে। ভোট মিটতেও ছবিতে বদল আসেনি। এবার ফল-পরবর্তী হিংসা সেখানে।

ভাটপাড়া থানার কলাবাগান এলাকা। সেখানকার ২৩ নম্বর গলি। অভিযোগ, সোমবার সেখানেই তাণ্ডব শুরু হয় দুষ্কৃতীদের। ব্যাপক বোমাবাজি হয় এলাকায়। অভিযোগ বিজেপির দলীয় কার্যালয়ে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। স্থানীয় দু’টি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: লাগামছাড়া সংক্রমণ বাংলায়! আবারও কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা!

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে বিজেপি প্রার্থী পবন সিং। ফল প্রকাশের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় কলাবাগান এলাকায় শুরু হয় বোমাবাজি। এলাকা থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার হয়। বম্ব স্কোয়াড পৌঁছয় এলাকায়। পুলিশি টহলও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাল্টা ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।