Barasat: মেয়েকে ধর্ষণ করেছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড বারাসতের ব্যক্তির
Barasat: মেয়ের ওপর যে দ্বিতীয় স্বামীর কুনজর ছিল, তা তার আগে ঘুণাক্ষরেও টের পাননি তিনি। ফলে মেয়েকে তার বাবার কাছে রেখে কাজে যেতে দ্বিতীয়বার ভাবেননি। কিন্তু সেই সুযোগেই মেয়েকে ধর্ষণ করেছিলেন সৎ বাবা।
বারাসত: সৎ মেয়েকে ধর্ষণ করেছিলেন বাবা। এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত পক্স আদালত। ঘটনা ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর। সেদিন মেয়েকে বাড়িতে রেখে বাইরে কাজে গিয়েছিলেন মা। বাড়িতে ছিল তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী।
মেয়ের ওপর যে দ্বিতীয় স্বামীর কুনজর ছিল, তা তার আগে ঘুণাক্ষরেও টের পাননি তিনি। ফলে মেয়েকে তার বাবার কাছে রেখে কাজে যেতে দ্বিতীয়বার ভাবেননি। কিন্তু সেই সুযোগেই মেয়েকে ধর্ষণ করেছিলেন সৎ বাবা।
বাড়ি ফিরে এসে মেয়েকে অসুস্থ দেখে তিনি জিজ্ঞাসা করেন। কিন্তু অনেক চেষ্টা করেই মায়ের কাছে কিছু বলতে পারেনি নাবালিকা। বেশ কিছুদিন পর স্থানীয় ক্লাবের সদস্যদের জানায় নাবালিকা। তাঁরাই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন । এতদিন সেই মামলা বিচারাধীন ছিল। বারাসত পক্স আদালতের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।